সবুজ সাহাঃ নোয়াখালী মাইজদী প্রধান সড়কে একলাশপুর বাজার সংলগ্ন সড়ক উন্নয়নের কাজ করতে গিয়ে হলুদ পিকআপের চাপা পড়েন ৪ শ্রমিক,এতে ঘটনা স্থানে মারা জান ২জন।
প্রত্যক্ষদর্শীরা জানায় গত রাত্রে সড়ক উন্নয়ন কাজ করতে গিয়ে বালি নিয়ে একপাশে থোকে অন্য পাশে যাওয়ার পথে হলুদ পিকআপ তাদেরকে চাপা দেয় সেখানে দুজন মারা যায় বাকি দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুজনের অবস্থা আশঙ্কাজনক।
এজন্য মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা কারেন্ট পিলার, গাছ এবং ইটপাটকেল নিয়ে রাস্তা অবরোধ করেনএবং বিশাল যানজটের সৃষ্টি হয় প্রধান সড়কটিতে।তাদের দাবী মৃত শ্রমিকদের সঠিক দাবি আদায় ও দোষীদের সঠিক বিচার জোরদাবী জানান।
একদিকে সড়কের গণপরিবহন বন্ধ অন্যদিকে সরকারি,বেসরকারি অফিস খোলা তীব্র যানজটে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে।
Leave a Reply