শিরোনাম :
গোপালপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভাঙনের থাবায় গলাচিপার পাকা সড়ক নদীগর্ভে, যোগাযোগ ব্যবস্থা হুমকিতে যশোর সদর-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা শোয়াইব হোসেনের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল র‍্যালি অপসংবাদিকতা ও সহিংসতার ছায়ায় গণমাধ্যমের সংকট মোহাম্মদ আলী হাসপাতালে জাতীয় মানবাধিকারের উদ্যোগে ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে ক্ষতিগ্রস্থদের জমির ন্যায্য মূল্যের দাবিতে সড়ক অবরোধ জলঢাকায় ভোক্তা অধিকারের অভিযান, দুইজনকে জরিমানা। রাঙ্গাবালীতে চাঁদার টাকা না দেয়ায় দলীয় প্রভাব খাটিয়ে জমি ও মাছের ঘের দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা পটুয়াখালী জেলা বিএনপির নীলফামারীতে ট্রেনের ধাক্কায় নিহত এক

শাহজাদপুর বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরে ১৬০ তম জন্মজয়ন্তী উৎসবমুখর প্রাঙ্গণ এখন উৎসবহীন

কে এম নাসির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টারঃ
  • আপডেট টাইম : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩৭৮ বার পঠিত

০৮ মে ২০২১ইং

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: কোভিড-১৯ শাহজাদপুর বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরে ১৬০ তম জন্মজয়ন্তী উৎসবমুখর প্রাঙ্গণ এখন উৎসবহীন।

‘ভালোবেসে সখী, নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে’ শাহজাদপুরের কাচারি বাড়িতে বসে তিনি এই কবিতাটি লিখেছিলেন। ২৫ শে বৈশাখ সিরাজগঞ্জের শাহজাদপুরে নিরবে নিভৃতে কেটে যাচ্ছে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরে ১৬০ তম জন্মজয়ন্তী। করোনার প্রাদূর্ভাবের কারণে এইবার দিয়ে মোট দুইবছর যাবৎ শাহজাদপুরের কাচারি বাড়িতে কোন অনুষ্ঠান পালিত না হওয়ার কারণে এবারও কাচারি বাড়ি যেন উৎসবমুখর প্রাঙ্গণ থেকে পড়ে হইল উৎসবহীন হয়ে। আজ শনিবার সরজমিন ঘুরে দেখা গেছে, কাচারি বাড়ি প্রাঙ্গণ সাদা মাঠা ভাবেই আছে। করোনার প্রভাবের কারণে গত বছর ১৫৯ তম জন্মজয়ন্তী পালন করা হয়নি এবং এ বছরও ২৫ শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০ তম জন্ম জয়ন্তীতেও কোন অনুষ্ঠান পালিত হচ্ছে না। বিশিষ্ট কবি ও সাংবাদিক কবির আজমল বিপুল জানান, প্রতি বছর রবীন্দ্র কাচারি বাড়ি উৎসবে মুখরিত হয়ে ওঠে। এবার এই করোনাকালে রবীন্দ্র কাচারি বাড়ি প্রাঙ্গণ যেন উৎসবহীনতায় মৃতপ্রায়। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে শুধু সিরাজগঞ্জের সাংস্কৃতিক কর্মী নয়, সারাদেশের সাংস্কৃতিক কর্মী ও রবীন্দ্র ভক্তরাও বঞ্চিত হলো রবীন্দ্র উৎসবের ক্লান্তিহীন আনন্দ থেকে। শাহজাদপুর উপজেলা সাবেক আইনজীবি সমিতির সভাপতি ও বাসদ সভাপতি এ্যাডভোকেট আনোয়ার হোসেন জানান, জাতীয়ভাবে বরাবর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করা হয়ে আসছে। কিন্তু এবারই তার ব্যতিক্রম হলো। করোনার ভয়াবহতার কারণে লক ডাউনকে কেন্দ্র করে সীমিত আকারে সামাজিক দূরত্ব বজায় রেখে ভার্চুয়ালভাবে হলেও শাহজাদপুরে বিশ্বকবির জন্মজয়ন্তী পালন করা উচিত ছিল। যেহেতু দেশে সকল কর্মসূচি ভার্চুয়ালভাবে পালন করা হচ্ছে। শাহজাদপুর শিল্পকলা একাডেমির এডহক সদস্য বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত শিল্পি কাজী শওকত হোসেন জানান, কবিগুরুর স্মৃতি ধন্য শাহজাদপুরে করোনার কারণে কোন অনুষ্ঠান না হওয়ায় আমরা মর্মাহত হয়েছি। যেহেতু এটা বিশ্বব্যাপী দুর্যোগ তাই আমরা ঘরোয়াভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে জন্মজয়ন্তী পালন করার সিদ্ধান্ত নিয়েছি। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা জানান, ২৫, ২৬, ২৭ শে বৈশাখ ৩ দিন ব্যাপি কবি রবীন্দ্রনাথ ঠাকুরে জন্ম জয়ন্তি নানা আয়োজনে পালন করা হলেও এ বছর প্রশাসনের পক্ষ থেকে কোন অনুষ্ঠানমালার চিঠি না আসার কারণে তাই ২৫শে বৈশাখ কবিগুরুর জন্মজয়ন্তী কোভিড-১৯ কারনে পালন করা সম্ভব হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com