সচিবালয়ে তথ্য সংগ্রহের সময় প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রেজিনা ইসলামের তার উপর নির্যাতন ও তাকে আটকের প্রতিবাদে বাংলাদেশ সংবাদপত্র ও সাংবাদিক ক্লাব পটুয়াখালী জেলা কমিটির পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মে) বেলা ১১টায় পটুয়াখালী সার্কিট হাউজের সামনে বাংলাদেশ সংবাদপত্র ও সাংবাদিক ক্লাব এর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন- সাংবাদিক মোঃ সোহাগ সিকদার। সভাপতি বাংলাদেশ সংবাদপত্র ও সাংবাদিক ক্লাব, সাংবাদিক মোঃ শাহাবুদ্দিন সাধারণ সম্পাদক বাংলাদেশ সংবাদপত্র ও সাংবাদিক ক্লাব কলাপাড়া উপজেলা শাখা। সাংবাদিক মোঃ আলী রাজ উপজেলা প্রতিনিধি দৈনিক স্বাধীন সংবাদ। অনন্ত প্রলয় বাদল পটুয়াখালী জেলা প্রতিনিধি দৈনিক স্বাধীন সংবাদ। সাংবাদিক মিশুক কুমার নয়ন দৈনিক বিশ্ব মানচিত্র পটুয়াখালী জেলা প্রতিনিধি আরো উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যম কর্মীরা
মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দিয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি জানান।
একইসঙ্গে তাকে মুক্তি না দিলে ও অপরাধীদের বিচার করা না হলে শুধু মানববন্ধন নয় আন্দোলন আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন।
বাংলাদেশ সংবাদপত্র ও সাংবাদিক ক্লাব পটুয়াখালী জেলা শাখা।
Leave a Reply