সিলেটের বিশ্বনাথ উপজেলার (বর্তমান ঠিকানা) লামাকাজী ইউনিয়ন’র ৮নং ওয়ার্ডের রাজাপুর গ্রামের মালেক (৬৩) নামের এক ব্যক্তি নিখুঁজের খবর পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার ১লা জুলাই বিকাল ৫ টার সময় থেকে স্হানীয় উপজেলার লামাকাজী ইউনিয়ন’র রাজাপুর নিজ গ্রামের বসত বাড়ী থেকে কাউকে কিছু না বলে বাহির হয়ে যায়, সম্ভাব্য সকল স্হানে খোঁজাখুজি করে ও তার কোন সন্ধান পাওয়া যায় নাই।
নিখুঁজ ব্যক্তির মুখমণ্ডল গোলাকার চাপ দাড়ি, গায়ের রঙ ফর্সা, উচ্চতা ৫ ফুট ১০” তার পরনে ছিল খয়েরী রঙ্গের পান্জাবী ও হলুদ রঙ্গের লুঙ্গি।
স্থায়ী ঠিকানা: গ্রাম- মন্ডলীভোগ , ডাকঘর ছাতক, ইউনিয়ন ছাতক, থানা ছাতক, জেলা সুনামগন্জ। তার বাবার নাম মৃত জয়দুল্লা।
বিস্তারিত তথ্য জানিয়ে নিখুঁজ ব্যক্তির ছেলে মো. আব্দুর রউফ (৩২) বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়রি করেছেন (ডায়েরী নম্বর: ৬৫/ ০২-০৭-২১)।
কোন সহৃদয় ব্যক্তি নিখুঁজ লোকটির সন্ধান পেয়ে থাকলে নিম্মের মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করছেন তার ছেলে মো. আব্দুর রউফ।
01753629213
01789274758
Leave a Reply