নীলফামারি জেলার বিভিন্ন উপজেলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন না মানায় একাধিক মামলায় জের জরিমানা করা হয়েছে।স্বাস্থবিধি না মেনে অনার্থক ঘরের বাইরে বের হওয়া,মার্স্ক পরিধান না করা,মোটরযানে একাধিক লোক নিয়ে চলাচল করা সহ বিভিন্ন বিধিনিষেধ অমান্য করায় এসব জরিমানা করা হয় বলে জানাগেছে।
মহামারি এই ভাইরাসের সংক্রমণ রোধে নীলফামারীর জলঢাকা উপজেলায় কঠোর লকডাউন চলছে। সরকারি বিধিনিষেধ যথাযথভাবে পালন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের সঙ্গে মাঠে নেমেছে সেনা ও পুলিশ বাহিনীর সদস্যরা। বিধি নিষেধ অমান্য করায় দুই দিনে ১৮ টি মামলায় ১৮ জনের কাছে ১২ হাজার ১ শত ১০ টাকা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। এদিকে আজ শুক্রবার বিধিনিষেধ অমান্য করায় লকডাউনের দ্বিতীয় দিনে ৭ টি মামলায় ৭ জনের কাছে ৪ হাজার ৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া।
জেলার কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম, বলেন লকডাউন চলাকালে সরকারের ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করার অভিযোগে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ৩৪ জনের নামে মামলা এবং ২৬ হাজার ১শ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও ২০১৮ সালের সড়ক পরিবহন আইন অনুযায়ী এক ব্যাক্তিকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও মোবাইল কোর্ট পরিচালনা করার সময় অসচ্ছল দেড় হাজার মানুষের মাঝে মাস্ক বিতরন করা হয়।
একই সাথে জেলার ডোমার উপজেলায় স্বাস্থ্যবিধি না মেনে হাট পরিচালনা করায় ভ্র্যাম্যমান আদালত বসুনিয়া হাটের ইজারাদারকে ৫০হাজার টাকা জরিমানা করেছে। শুক্রবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মনোয়ার হোসেন আদালতটি পরিচালনা করেন। এসময় সেনাবাহিনী ও পুলিশ আদালত পরিচালনায় সহযোগীতা করে।
সহকারী কমিশনার (ভূমি) মো. মনোয়ার হোসেন জানান, স্বাস্থ্যবিধি না মেনে বসুনিয়া হাট পরিচালনা করায় ১৮৬০ এর ২৬৯ ধারায় হাট ইজারাদারের কাছে ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেই সাথে উপজেলার বিভিন্ন স্থানে অযথা ঘোরাঘোরি করা ও হেলমেটবিহীন মটরসাইকেল চলাচলের জন্য আটজনের কাছে পাঁচ হাজার এক শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
Leave a Reply