 
																
								
                                    
									
                                 
							
							 
                    
২৭ শে জুলাই মঙ্গলবার সকাল ৯ টার দিকে রাজবাড়ী সদর উপজেলা আলীপুর ইউনিয়নের শান্তিনগর ব্রীজ এলাকায় অটো চাপায় শিশুর মৃত্যু হয়। নিহত শিশুর নাম নুসরাত প্রামানিক সে আলীপুর ইউনিয়নের শান্তিনগর গ্রামে মোঃ তামেজ প্রামানিকের মেয়ে। এই ঘটনায় অটো চালক খাইরুল তালুকদার কে আটক করেছে পুলিশ।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সকাল ৯ টার দিকে শিশু নুরসাত রাস্তা পার যাচ্ছিল এমন সময় আলীপুর বাজারের দিক থেকে আসা একটি অটো তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন জানান, সকালে আলীপুর ইউনিয়নের শান্তিনগর এলাকায় অটো চাপায় ৭বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
 
 
                                                
Leave a Reply