আজমিরীগঞ্জ বাজারে ২৭ জুলাই/২১ খ্রিঃ রোজ-মঙ্গলবার সন্ধার পর লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য করে রমরমা ব্যবসা ও আড্ডায় মেতে উঠেছে। করুনা ভাইরাস টেকাতে
চলমান লকডাউনে প্রশাসন প্রতিদিন স্বাস্থ্যবিধি অমান্য করায় একাধিক জরিমানাসহ শাস্তি প্রদান করছে। এত কড়াকড়ি অভিযানের পরও আজমিরীগঞ্জ বাজারে লকডাউন না মানার প্রবনতা বেশি লক্ষ করা যাচ্ছে। প্রশাসন বাজারে অভিযান চালানোর সময় সবাইকে সবধরনের বিধিনিষেধ মানতে দেখা যায়। অভিযান শেষ করে প্রশাসন বাজার ত্যাগ করার পরপরই লকডাউন কোথায় জানি চলে যায়। লকডাউন না মানার প্রবনতাটা বিশেষভাবে সন্ধার পরে বেশি পরিলক্ষিত হয়। জরুরী পন্যের দোকানপাট সময়নুযায়ী খোলা থাকার আইন থাকলেও কাপড়ের দোকান, কসমেটিক্সসহ প্রায় সব ধরনের দোকানপাট রাত ১০-১১ টা পর্যন্ত খোলা থাকে।
অধিকাংস মানুষের মুখেই মাস্ক না থাকা সহ করোনা নিয়ে কটাক্ষ করে কথা- বার্তা বলতে দেখা যায়।
কোন কোন দোকানদারের সাথে লকডাউনের সময় দোকান কেন খুলা রাখেন জানতে চাইলে আমাদের দেশে করুনা নাই।
আজমিরীগঞ্জের সচেতন মহল সন্ধার পরে এইরকম লকডাউন না মানাসহ স্বাস্থ্যবিধি অমান্যের ব্যাপারটি খুব খারাপ দেখছেন,
অনেকেই আজমিরীগঞ্জে অদূর ভবিষ্যতে করোনা মহামারীর ভয়ঙ্কর রুপ দেখা যাবে বলে ভবিষ্যৎ বাণী করছেন। তারা দিনে অভিযানের পাশাপাশি রাতেও প্রশাসনেকে অভিযান অব্যাহত রাখার আহব্বান জানায়।
সন্ধার পরে ব্যবসা প্রতিষ্ঠান খুলা রাখার ব্যাপারে জানতে চাইলে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খানকে মুঠোফোনে কল করা হল উনি কল রিসিভ না করায় উনার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
Leave a Reply