RAB-৮ সিপিসি-১পটুয়াখালী ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ,পটুয়াখালী এর যৌথ উদ্যোগে অদ্য ২৯/০৭/২১ইং তারিখ সকাল আনুমানিক১:১৫ ঘটিকার সময় পটুয়াখালী জেলার সদর থানার বাঁধঘাট ইটবাড়িয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ফার্মেসিতে মেয়দ উত্তীর্ণ ঔষধ এবং বিক্রয় নিষিদ্ধ ঔষধ রাখার অপরাধে(১)নিখিল মেডিকেল হল
এর মালিক নিখিল চন্দ্র রায় (৩৬) পিতা নির্মল চন্দ্র রায় সাং২নংব্রীজ বাজার ইটবারীড়া সদর থানা জেলা পটুয়াখালীকে ১০,০০০/=টাকা এবং
২/নুর ফার্মেসি এর মালিক গাজী মনিরুজ্জামান(৫০)পিতা মৃতঃ জয়নাল গাজী ১১,০০০/=টাকা জরিমানাপ্রদান করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালতের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ সেলিম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ২০০৯ এর ৩৭/৫১ধারা মোতাবেক অর্থদণ্ড প্রদান করেন।
Leave a Reply