পটিয়ার খরনার ৩নং ওয়ার্ডে বসত ঘর থেকে অস্ত্র উদ্ধার পলাতক আসামী সুজন কে হন্য হয়ে খুজছে পটিয়া থানা পুলিশ, সুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় সম্পৃক্ত বলে জানা যায়, পটিয়া উপজেলার কয়েকটি ইউনিয়নে রয়েছে তাদের অস্ত্র ও মাদক ব্যবসার কঠিন সিন্ডিকেট।
গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে আট টায় খরনা ইউনিয়নের তিন নং ওয়ার্ড কাগজীপাড়া এলাকার বাসিন্দা সুজনের বসত ঘরে অভিযান চালায়, সুজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, পুলিশ তখন তার থাকার ঘরের খাটের উপর থেকে দুটি দেশীয় তৈরী অস্ত্র একটি চাকু এক রাউন্ড গুলি উদ্ধার করে, পটিয়া থানার বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হয় এবং মামলার প্রক্রিয়া চলছে বলে জানা যায়। ইতিপূর্বে কেলিশহর ইউনিয়নের
আরেক মাদক কারবারির আস্তানা তল্লাশী চালিয়ে সেখানেও অস্ত্র উদ্ধার হয়, সচেতন মহল দাবি করে পটিয়ার কিশোর গ্যাং এর উঠতি তরুনদের মাদক বেচাকেনার কাজে ব্যবহার করছে সীকৃত মাদক কারবারি রা এবং প্রায় সব অস্ত্রের মজুদ আছে তাদের কাছে। এ নিয়ে উদ্ধিগ্ন খোদ পটিয়ার পুলিশ প্রশাসন।
Leave a Reply