বাংলাদেশ সাংবাদিক ঐক্য ফেডারেশন ১০১ সদস্য কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি গঠন করার সময় সকল সাংবাদিকদের উপস্থিতিতে আলোচনা সভা ও মতবিনিময় করা হয়। সাংবাদিক একটি মহৎ পেশা, এই পেশা সামনে এগিয়ে নেয়ার জন্য সকল সাংবাদিকদের মতামতের ওপর ভিত্তি করে একটি কমিটি গঠন করা হয়। গতকাল বিকেলে কচুক্ষেত ক্যান্টনমেন্ট থাইগার্ডেন রেস্টুরেন্টে সকলের উপস্থিতিতে মতবিনিময় সভায় পূর্বের নিধারিত তারিখে আহবাহক কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ। সভায় সকলের উপস্থিতিতে কণ্ঠ ভোটে সভাপতি আমিনুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক হিসেবে এসএম বদরুল আলম এর নাম প্রস্থাব করা হলে উপস্থিত কোন সদস্য দ্বিমত পোষণ না করায় কমিটির সভাপতি হিসেবে আমিনুল ইসলাম রিপন এবং সাধারণ সম্পাদক হিসেবে এসএম বদরুল আলম নির্বাচিত হন।
পরে সকলের মতামতের ভিত্তিতে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এই কমিটি গঠনের পর বিভিন্ন পদ গ্রহণ করেন কমিটির সকল সাংবাদিকবৃন্দ।
পরবর্তী পর্যায়ক্রমে ঢাকা মহানগর ও প্রত্যেক জেলা ও থানা কমিটি গঠন করা হবে সেই আশা এবং প্রত্যাশা নিয়ে এই আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নির্বাচিতরা হলেন- সভাপতি আমিনুল ইসলাম রিপন, সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান, সহ-সভাপতি মো. হায়দার আলী, সাধারণ সম্পাদক এসএম বদরুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাদশা, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এজেডএম মাইনুল ইসলাম পলাশ, সহ-সাংগঠনিক সম্পাদক হাসান আরিফিন তারেক, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান খোকন, দপ্তর সম্পাদক মাসুদ মৃধা, অর্থ সম্পাদক এসএম নিপু, সাংস্কৃতিক সম্পাদক মো. আর কে রিপন, আইন সম্পাদক এস এম জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান মিরাজ, সহ-প্রচার সম্পাদক মজিবুর রহমান আসলাম, সহ-ক্রীড়া সম্পাদক সোহরাব হোসেন বাবু, ধর্ম সম্পাদক শফিকুর রহমান শফি, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস মিতা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাহাঙ্গীর আলম, সম্মানিত সদস্য এম এ বাসেদ, নজরুল ইসলাম, মো, শফিকুর রহমান। পূর্ণাঙ্গ কমিটির বাকি সকল পদায়ন ও সদস্যদের তালিকা আগামী তিন মাসের মধ্যে ঘোষণা দেয়া হবে
Leave a Reply