সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবকের নাম আলী আকবর (২৭)। সে উপজেলার রুস্তমপুর ইউনিয়ন’র কুনকুড়ি গ্রামের মৃত ছোবহান মিয়ার ছেলে সে দীর্ঘদিন ধরে পূর্ব জাফলং ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার পাথরটিলা গ্রামের আরজু মিয়ার বাসা ভাড়া নিয়ে থাকছে বলে জানা’যায়।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব জানায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্যারের দিকনির্দেশনায়, সোমবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই লিটন রায় ও এএস আই মারুফ আল মুকিত এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের নিয়ে পূর্ব জাফলং ইউনিয়নের মামার বাজার এলাকায় অভিযান চালিয়ে১১০ পিস ইয়াবাসহ আলী আকবরকে আটক করেন। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে এবং মাদকের বিরুদ্ধে গোয়াইনঘাট থানা পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply