সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তাহিরপুর উপজেলায় ৭/৮/২০২১ তারিখে একযোগে ৭ ইউনিয়নেই টিকা দেয়া হবে। ইউনিয়ন ভিত্তিক টিকাদান কেন্দ্রের তালিকা সংযুক্তিতে দেয়া হয়েছে।
★টিকাদানের সময় ও তারিখঃ ৭ই আগষ্ট সকাল ৯টা থেকে বিকাল ৩টা।
গত ০৫ আগস্ট ২০২১ তারিখে উপজেলার প্রতিটি ইউনিয়নে জনসাধারনকে করোনা টিকা গ্রহণের স্হান ও তারিখ নির্ধারণ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা জনাব ডাঃ সৈয়দ আবু আহাম্মদ শাফী স্বাক্ষরিত প্রঙ্গাপনে
সারা দেশের ন্যায় সুনামগন্জের তাহিরপুর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে সকলকে করোনা টিকা প্রদান করা হবে:
টিকা গ্রহণের স্হান ও তারিখ:
১। আগামী ৭ আগস্ট শনিবার, শ্রীপুর উত্তর ইউনিয়নের সাবেক – ৩ নতুন-৭,৮,৯ নং ওয়ার্ড স্হানঃ- ইউনিয়ন কমপ্লেক্স ভবন,
সুপারভাইজার ঃ- মোঃ শরীফ মিয়া, এফপি আই ।
২। ৭ আগস্ট শনিবার , বড়দল দক্ষিণ ইউনিয়নের সাবেক -২ নতুন ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড
স্হানঃ-ইউনিয়ন কমপ্লেক্স ভবন,
সুপারভাইজার ঃ- আঃ রহিম, এ এইচ আই ।
৩। ৭ আগস্ট শনিবার, শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের সাবেক -২ নতুন – ৪, ৫ ও ৬নং ওয়ার্ড
স্হানঃ-ইউনিয়ন কমপ্লেক্স ভবন।
সুপারভাইজার ঃ- এ কে এম নজরুল ইসলাম, এমটি (ই পি আই) ।
৪/ ৭ আগস্ট শনিবার, বালিজুরী ইউনিয়নের সাবেক-২ নতুন- ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড
স্হানঃ-আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়। সুপারভাইজার ঃ- এ কে এম রফিকুল ইসলাম, এইচ আই ।
৫/ ৭ আগস্ট শনিবার, বড়দল উত্তর ইউনিয়নের সাবেক -৩ নতুন-৭, ৮ ও ৯ নং ওয়ার্ড
স্হানঃ- ইউনিয়ন কমপ্লেক্স ভবন।
সুপারভাইজার ঃ-বিকাশ রন্জন তালুকদার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ।
৬/ ৭ আগস্ট শনিবার, বাদাঘাট ইউনিয়নের সাবেক – ১ নতুন -১, ২ ও ৩ নং ওয়ার্ড
স্হানঃ- ইউনিয়ন কমপ্লেক্স ভবন ।
সুপারভাইজার ঃ- মোছাঃ হামিদা খাতুন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ।
৭/ ৭ আগস্ট শনিবার, তাহিরপুর সদর ইউনিয়নের
সাবেক -২ নতুন -৪, ৫ ও ৬ নং ওয়ার্ড
স্হান ঃ- ইউনিয়ন কমপ্লেক্স ভবন ।
সুপারভাইজার ঃ- মোঃ রইছ উদ্দিন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ।
যারা টিকা পাবেনঃ
————————–
★কেবলমাত্র সংযুক্ত তালিকায় উল্লেখিত ওয়ার্ডসমূহের বাসিন্দা।
★ বয়স ২৫ উর্দ্ধ হতে হবে।
★ অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে।
★ বয়োবৃদ্ধ, নারী,মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
★ টিকা কেন্দ্রে জাতীয় পরিচয়পত্র ও তার ফটোকপি আনতে হবে।
★ সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার সাহেবদের কাছে ০৬ আগস্ট ২০২১ তারিখের মধ্যে প্রাথমিক তালিকায় নাম দিতে হবে।
যারা ৭/৮/২১ তারিখে টিকা পাবেন নাঃ
★সংযুক্ত তালিকায় উল্লেখিত ওয়ার্ডসমূহের বাসিন্দা ব্যাতিত অন্যান্য ওয়ার্ডের বাসিন্দাগনকে তাদেরকে পরবর্তী তারিখে দেয়া হবে। তাদেরকে যথাসময়ে অবহিত করা হবে।
★ যাদের বয়স ২৫ বছর পূর্ণ হয়নি।
★ যাদের জাতীয় পরিচয়পত্র নাই।
★ গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েরা।
★ যারা আগে টিকার কোন ডোজ নিয়েছেন।
★ যারা গুরুতর অসুস্হ।
★ যারা স্হায়ী টিকা কেন্দ্রে নিবন্ধন করেছেন। তারা স্হায়ী কেন্দ্র থেকেই নিতে পারবেন।
কোন ধরণের প্রশ্ন বা সমস্যা সংশ্লিষ্ট কেন্দ্রের করোনার ওয়ার্ড কমিটির শরণাপন্ন হন। সমাধান না পেলে স্বাস্থ্য বিভাগের সেবা নম্বর সমূহে যোগাযোগ করুন।
সেবা নম্বর সমূহঃ
০১৭১৯৯৫০৬২৮.
০১৭৩০৩২৪৭৪৮.
০১৭২৮১৮৭৩৩৪.
০১৭১৮৯১২৭২৩.
স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খলভাবে টিকা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডবাসীকে আহবান জানানো যাচ্ছে। সকলের সার্বিক সহযোগিতার মাধ্যমে এই কার্যক্রম সফল হবে ।
(ক) টিকা কেন্দ্রে আসার সময় /অবস্থানকালীন সময়ে অবশ্যই মাস্ক পরতে হবে ।
(খ) এই কর্মসূচী চলাকালীন সময়ে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকাদান কেন্দ্র নিয়মিত কোভিড-১৯ টিকাদান কার্যক্রম চলমান থাকবে ।
(গ) ইতিমধ্যে যারা অনলাইনে নিবন্ধন করেছেন তাদেরকে নিবন্ধিত সময়ে উল্লেখিত টিকা কেন্দ্র এসে টিকা নিতে হবে ।
(ঘ) বিস্তারিত তথ্যের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তাহিরপুর /ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যোগাযোগ করা যেতে পারে ।
মন্তব্য ঃ- টিকা কেন্দ্রে ৩ টি টিম সকাল ৯.০০ ঘটিকা হইতে বিকাল ৩.০০ ঘটিকা পর্যন্ত টিকাদান কার্যক্রম পরিচালনা করবেন ।
Leave a Reply