বরগুনার আমতলীতে সামাজিক সংগঠন বাংলাদেশ হিউম্যানিটরিয়ার ইয়ুথ অর্গানাইজেশন (ভায়ো) এর উদ্যোগে করোনা মহামারীতে অসহায় দুস্থ,প্রতিবন্ধী ও পথচারীদের মাঝে রান্না করা খাবার বিতরন করে।
শনিবার (৭ আগস্ট) বরগুনা জেলার আমতলী উপজেলার পৌর শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এসব খাবার বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
এ সময়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাইদুর রহমান বলেন, বাংলাদেশ হিউম্যানিটরিয়ার ইয়ুথ অর্গানাইজেশন সংগঠন নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা বঞ্চিত শিশু, মানসিক ভারসাম্যহীন ও প্রতিবন্ধীদের নিয়ে জন্য কাজ করছে।
তিনি আরো বলেন, করোনার সংকটের শুরু থেকেই সংগঠনের বন্ধুরা অসহায়, দুস্থ ও মানসিক ভারসাম্যহীন ব্যাক্তিদের খাবার বিতরণ করেছে। তারই ধারাবাহিকতায় আজকেও খাবার বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফম্বল বাংলাদেশ মফম্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাইফুল্লাহ নাসির,বরগুনা জেলা সভাপতি জিয়া উদ্দিন সিদ্দিকী, সাংবাদিক নাহিদুর রহমা,বাংলাদেশ হিউম্যানিটরিয়ার ইয়ুথ অর্গানাইজেশন এর সাধারণ সম্পাদক মহিউদ্দিন লিমন, আমতলী উপজেলা সমন্বয়ক তাসনুভা ইসলাম মিম, সাকিবুল ইসলাম সাকিব, বরগুনা জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক লিমন চন্দ্র, মাহমুদ সাওন প্রমুখ।
Leave a Reply