জাতির জনকের সহ ধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১ তম জন্মদিন উপলক্ষে গলাচিপা উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে দোয়া মোনাজাত, আলোচনা সভা, ৭ জন প্রশিক্ষিত নারীকে সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান সকাল ১০ টায় উপজেলা হলরুমে উপজেলা নিবার্হী অফিসার আশিষ কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ সাহিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, সহকারী কমিশনার (ভুমি) মোঃ নজরুল ইসলাম। সভায় প্রধান অতিথি বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা একজন দেশ প্রেমিকা নারী। বাঙ্গালি জাতির স্বাধীনতা সংগ্রাম সহ পূর্ব পাকিস্তান সরকারের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে যে অবদান রেখেছে এবং তা জাতি চিরদিন স্মরণ রাখবে। তিনি বঙ্গমাতার শুভ ৯১ তম জন্মবার্ষিকীতে তার বিদ্রোহি আত্মার মাগফেরাত কামনা করেন। সভায় সকল সরকারি কর্মকতার্, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ গণমাধ্যম কমর্ীরা অংশগ্রহণ করে। আলোচনার পূর্বে উপজেলা প্রশাসন বঙ্গমাতার প্রতিকৃতিতে মাল্যদান এবং শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা শেষে ৭ জন প্রশিক্ষিত নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য মাতার জন্মদিন উপলক্ষে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বক্তব্য প্রদান করেন। প্রধানমন্ত্রীর বক্তব্য উপস্থিত সকলে উপভোগ করেন।
Leave a Reply