শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে সাথে গুরুত্ব দিতে হবে স্বাস্থ্যবিধিতে।
সিরাজগঞ্জ জেলা ব্যুরোঃ মোঃ রেজাউল করিম খান।
আপডেট টাইম :
রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
৭৯৮
বার পঠিত
জন স্বাস্হ্য বিষয়ক করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সূত্রে ছানা গেছে কমিটির বেশ কয়েক পৃষ্ঠার জন স্বাস্হ্য বিষয়ক বা করোনা সংক্রান্ত স্বাস্হ্য বিধি শিক্ষা প্রতিষ্ঠান বাস্তবায়নের জন্য পাঠিয়েছে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে সব শিক্ষক কর্মচারী এখন পযর্ন্ত করোনার টিকা গ্রহণ করেন নি তাদেরকে দ্রুত টিকা গ্রহণ করতে হবে প্রতিদিন সবাই কে শিক্ষা প্রতিষ্টানে আনা যাবেনা এখন কেবল এস এস সি এবং এইচ এস সি পরিক্ষার্থী দের ৬ দিন ক্লাস করাবেন বাকি রা সপ্তাহে দুই দিন ক্লাসে যাবে শ্রেণি কক্ষে বসার আকার আগের চেয়ে ছোট হবে বসানোর ক্ষেত্রে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে এ ক্ষেত্রে কোনাকুনি সিস্টেমে বসাতে হবে কক্ষে প্রবেশ এবং বাহিরের পথ আলাদা থাকতে হবে স্যানিটাইজার ব্যবহার করতে হবে ওয়াস রুম পরিস্কার পরিছন্ন থাকতে হবে ৫ বছরের উপর বয়স হলে মাক্স ব্যবহার করতে হবে আর তাদের তদারকি করবেন শিক্ষক রা স্বাস্হ্যবিধি প্রতিপালন সংক্রান্ত দিক গুলি নিয়মিত তদারকি করতে হবে।
Leave a Reply