পুলিশের সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে ৮ ই সেপ্টেম্বর ১১টা ৩০ মিনিটে বাগেরহাট জেলা পুলিশের বাগেরহাট সদর থানার গোটাপাড়া ইউনিয়ন ০৬ নং বিট পুলিশ আয়োজিত মতবিনিময় সভা গোটাপাড়া ইউনিয়ন পরিষদ সন্মেলন কক্ষে ইউ পি চেয়ারম্যান শেখ শমসের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে জেলা পুলিশ সুপার কে এম আরিফুল হক পি পি এম আইনশৃংখলা,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স,যুব সমাজের নৈতিক অবক্ষয় থেকে রক্ষার্থে মায়েদের বিশেষ ভূমিকা, আইনশৃংখলা রক্ষার্থে পুলিশের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি এবং এলাকার বিশিষ্ট জন,রাজনৈতিক ব্যাক্তিত্ব সহ সকলকে একসঙ্গে কাজ করার আহ্ববান জানান, এছাড়াও সন্তানদের গতিবিধি লক্ষ্য রাখার উপর ও জোর দেন তিনি। এক এলাকা থেকে অন্য এলাকায় নির্বাচনী কোনো প্রচার প্রচারনা এবং নির্বাচনের দিন যে এলাকায় নির্বাচন নেই সেই এলাকার লোকজনকে ওই নির্বাচনী এলাকায় না যেতে নিরুৎসাহিত সহ জোর পূর্বক ভূমি দখল,দস্যুতা,চাঁদাবাজী, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকতেও অনুরোধ জানান তিনি।তিনি আরও বলেন আইনশৃংখলা বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যাবস্হা নিতে বাগেরহাট জেলা পুলিশ সচেষ্ট আছে। কারও বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তাকে ছাড় দেওয়া হবেনা বলেও জানান তিনি। মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান এবং গোটাপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধাদের বড় ঘাঁটি বলেও মন্তব্য করেন তিনি। উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত থেকে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)মোঃ মাহমুদ হাসান, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম। এই মতবিনিময় সভায় স্হানীয় বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি ,রাজনৈতিক ব্যাক্তিত্ব,এলাকার বিশিষ্টজন, মিডিয়া কর্মী, নারী নেত্রী,সহ গ্রাম পর্যায়ে শান্তিশৃংখলা রক্ষায় নিয়োজিত কর্মরতরা উপস্হিত ছিলেন।
Leave a Reply