জনপ্রিয় চ্যানেল মাতৃজগত টিভির কন্ঠশিল্পী হিসাবে নিয়োগ পেলেন চৈতী রহমান।
আজ মাতৃজগত অফিসে চৈতী রহমানের গলায় আইডি কার্ড পড়িয়ে দিলেন মাতৃজগত টিভির চেয়ারম্যান খান সেলিম রহমান।
নিয়োগ প্রসঙ্গে মাতৃজগত টিভির চেয়ারম্যান খান সেলিম রহমান বলেন আমি দোয়া করি এবং আশাকরি চৈতী রহমান আমাদের মাতৃজগত টিভির জন্য ভালো কিছু করতে পারবে।আপনারা তার জন্য দোয়া করবেন।
এই বিষয়ে চৈতী রহমান বলেন,আমি মাতৃজগত পরিবারের সাথে যুক্ত হতে পেরে খুশি হয়েছি।আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি।আমি ধন্যবাদ জানাচ্ছি মাতৃজগত টিভির চেয়ারম্যান খান সেলিম রহমান কে।তিনি আমাকে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।দোয়া করবেন আমার জন্য সবাই।
Leave a Reply