চট্টগ্রাস্হ স্বনামধন্য সর্ব বৃহৎ সেবা মুলক সামাজিক সংগঠন চট্টল সমাজের উদ্যোগে সিআরবি রক্ষায়
মানব বন্ধন সম্পন্ন হয়। দুঃস্থ,অসহায় মানুষের মধ্য খাবার বিতরনের পর সিআরবি রক্ষার্থে এক মানব বন্ধন সিআরবি সাতরাস্তার মোড়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বাপ্পী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এই আয়োজনে প্রধান আলোচক হয়ে উপস্হিত থেকে গুরুত্বপুর্ন বক্তব্য রাখেন লেখক প্রাবন্ধিক ও গনমাধ্যম কর্মী মোঃ কামরুল ইসলাম। আবদুল কাদের রাজুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,শফিউল আজম চৌধুরী এ্যাডভোকেট রাশেদুল ইসলাম,মোঃ ইয়াছিন,শামসুল হায়দার তুসার,ইঞ্জিনিয়ার আসিফ হোসেন,নেজাউল আলম হিরু,মোঃ শাহাদাত হোসাইন,নুরুল আবসার, ইলিয়াস বাহার চৌধুরী,মোঃ রফিকুল ইসলাম রানা, মোঃ ওসমান গনী।
এতে আরো উপস্হিত ছিলেন আব্দুল আল আহাদ, মোঃ রবিউল হাসান রুবেল, ইয়াসিন আহম্মেদ মিম, ফাহিম, রিয়াদ, বিশ্বয়,আরিফ,হাসান,সুমন মোঃ মাশরাফি সহ প্রমুখ।
মোঃ কামরুল ইসলাম বলেন,আমরা এখন যে চট্টগ্রাম শহরে বাস করি, এখানে সবুজ প্রকৃতি নেই,খেলার মাঠ নেই, বিকেলে প্রান ভরে নিঃশ্বাস নেওয়ার জায়গা ও নেই,চট্টগ্রাম ষ্টেড়িয়াম নামে যে একটি মাঠ ছিল তার এক পাশে সুইমিং পোল নির্মান করায় স্কুল পড়ুয়া ছেলেদের খেলাধুলা সহ সাধারনের বিকেলে হাঁটাচলা ফেরা সংকুচিত হয়েছে।তাই প্রকৃতির অতি নিকটে গিয়ে প্রকৃতিকে দেখা ও প্রান ভরে নিঃশ্বাস নেওয়ার একমাত্র স্হান চট্টগ্রামের সিআরবি।
যাকে সবাই একবাক্যে চট্টগ্রামের ফুসফুস হিসাবে স্বীকৃতি দিয়েছে।এর চারদিকে সবুজের সমারোহ প্রাচীন শতবর্ষী গাছ গাছালি,পাহাড় বেষ্টিত অপরূপ নৈসর্গিক দৃষ্টি নন্দন এই স্হানটিকে রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন।
সভাপতি বাপ্পী তালুকদার তার বক্তব্যে বলেন,সিআরবি আমাদের প্রান এখানে হাসপাতাল নির্মিত হলে পরিবেশ নষ্ট হবে,মানুষের নিঃশ্বাস নেওয়ার তেমন কোন জায়গা থাকবে না।
তাই চট্টল সমাজের পক্ষে হাসপাতাল সিআরবি তে না করে অন্যত্র করার জোর দাবি জানান।
Leave a Reply