শিরোনাম :
মিরপুর রিপোর্টার্স ক্লাবের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন ও তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরগুনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠিত ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা পুলিশ কর্তৃক ২০(বিশ) কেজি গাঁজা ও ০১টি প্রাইভেটকার সহ ০১ জন গ্রেফতার। ধনবাড়ীতে এডভোকেট মোহাম্মদ আলীর জনসভা অনুষ্ঠিত চাঁদপুরের ফরিদগঞ্জে স্বৈারাচার বিরোধী আন্দোলনের স্মৃতি চিহ্ন সম্বলিত চিত্র নিয়ে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্বোধন । গলাচিপা উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ ঘোষণা: শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের মিছিল, পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার বরিশালে চাল ডিলার কর্তৃক সাংবাদিক সাদ্দাম হোসেনকে প্রাণনাশের হুমকি: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জুলাই সনদ বাস্তবায়নে গণভোটই সমাধান : সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ খুনের মামলার দুই আসামি গ্রেফতার

তৃণমূলে ঐক্যের ভিত্তিই বিএনপির শক্তি” — মেজর হাফিজ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১১৪ বার পঠিত

মোঃ জিহাদ
তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে সম্মেলন প্রাণবন্ত রূপ নেয়। দলীয় শৃঙ্খলা ও নেতৃত্ব নির্বাচনকে ঘিরে সর্বত্র ছিল উৎসাহ-উদ্দীপনা।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

তিনি তার বক্তব্যে বলেন,ধানের শীষ প্রতীক যাকেই দেওয়া হোক, তৃণমূল নেতাকর্মীদের তার পক্ষে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। দলের মূল শক্তি হলো তৃণমূল। তাদের দায়িত্ব হচ্ছে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করা।”

তিনি সতর্ক করে বলেন,বিএনপির ভেতরে কোনো অপশক্তি অনুপ্রবেশ করলে দল কলঙ্কিত হবে। ষড়যন্ত্রকারীদের সময় থাকতেই চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। বিএনপির নামে কেউ যদি অন্যায় করে, তাকে আইনের আওতায় আনা হবে।

দুর্নীতি নিয়ে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন,এক বছরের মাথায় একজন ইউনিয়ন চেয়ারম্যান যদি অট্টালিকা গড়ে তুলতে পারে, তাহলে আমি ছয়বার এমপি হয়েও তা পারিনি—কারণ আমি কখনো দুর্নীতিতে জড়াইনি, ভবিষ্যতেও জড়াব না ইনশাআল্লাহ।”

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে গোলাম মোস্তফা মিন্টু সভাপতি এবং ওমর আসাদ রিন্টু সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন :প্রধান বক্তা: আ ক ম কুদ্দুসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), বিএনপি

উদ্বোধক: নাছের মুহাম্মদ রহমাতুল্লাহ, সদস্য, ভোলা জেলা নির্বাহী কমিটি

বিশেষ অতিথি:আলহাজ্ব গোলাম নবী আলমগীর, আহ্বায়ক, বিএনপি ভোলা জেলা শাখা
মোহাম্মদ রাইসল আলম, সদস্য সচিব, জেলা বিএনপি
আলহাজ্ব শফিউর রহমান কিরন, সিনিয়র আহ্বায়ক, জেলা বিএনপি

সম্মেলনের সভাপতিত্ব করেন গোলাম মোস্তফা মিন্টু এবং সঞ্চালনায় ছিলেন ওমর আসাদ রিন্টু।

সম্মেলন শেষে নেতাকর্মীরা বলেন,এই সম্মেলনের মাধ্যমে তৃণমূল সংগঠন আরও সুসংহত হলো এবং আগামীর রাজনৈতিক আন্দোলনে উপজেলা বিএনপি আরও ঐক্যবদ্ধভাবে অংশ নিতে পারবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com