লায়ন রাকেশ কুমার ঘোষ::- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরকীয়ার জেরে স্ত্রী আকলিমা বেগম ও তার দুই সন্তান আব্দুল্লাহ এবং জান্নাতকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আকলিমার মৃত্যু হয়। গুরুতর অবস্থায় তার দুই শিশু সন্তান একই হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত আকলিমা বেগম ঐ উপজেলার ধরখার এলাকার মো মামুন মিয়ার স্ত্রী।
আকলিমার মা তাহেরা বেগম জানান, ১১ বছর আগে ধরখার এলাকার বাচ্চু মিয়ার ছেলে মামুনের সঙ্গে পারিবারিক ভাবে আকলিমার বিয়ে হয়। বিয়ের পর মামুন বিদেশে ওমানে চলে যান। সেখানে তিনি এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে মামুনের সঙ্গে আকলিমার কলহ চলছিল। দুই বছর আগে মামুন স্থায়ীভাবে দেশে আসার এরপরও পরকীয়া চালিয়ে যাচ্ছিলেন।
তাহেরা বেগম বলেন, বৃহস্পতিবার সকালে জানতে পারি আকলিমা তার দুই ছেলে-মেয়ে নিয়ে হাসপাতালে ভর্তি। পরে হাসপাতালে গিয়ে শুনি- মা ও ছেলে-মেয়ে কে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছে মামুন। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই আকলিমার মৃত্যু হয়। তার ছেলে-মেয়ের অবস্থাও ভালো না।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Leave a Reply