
ইব্রাহিম খলিল, পাবনা প্রতিনিধি :
পাবনার আটঘরিয়া উপজেলা দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রথম হয়েছে পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দল। বৃহস্পতিবার (২৯ মে) উপজেলার মডেল মসজিদে আটঘরিয়া উপজেলা দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত “পাবলিক পরীক্ষার ফলাফল বিপর্যয়ের কারণ মোবাইল ফোন” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় ৮ টি দল অংশ গ্রহণ করে। এ সময় আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ১ম, ২য় পর্যায়ে জয়লাভ করে পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দল চ্যাম্পিয়ন হয়েছে। একই বিদ্যালয়ের ছাত্রী সিরাজুম মুনিরা শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়। বিজয়ী দলের সদস্যরা হলো সাদিকুন জান্নাত রাহা, সিরাজুম মুনিরা ও জান্নাতুল নাঈম দিনা। তাদের সাফল্যের জন্য প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
 
                                                
Leave a Reply