স্টাফ রিপোর্টার্সঃ মোঃ নেছার উদ্দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমতলী উপজেলা শাখার ০২ নং কুকুয়া ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার সমাপ্তি শেষে মহিষকাটা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফরিদ উদ্দিন মাতুব্বর ও গাজী মোঃ সালাম সহযোগী সদস্য হিসেবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বরগুনা জেলা জামায়াতের সম্মানিত আমির মোঃ মহিবুল্লাহ হারুন উপস্থিত থেকে নবাগত সদস্যদের সহযোগী সদস্য ফরম পূরণ করান। এ সময় উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা আমির মোঃ মহিবুল্লাহ হারুন বলেন, “জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে। সমাজের বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণদের সম্পৃক্ত হওয়া আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করবে।”
স্থানীয় নেতারা জানান, ফরিদ উদ্দিন মাতুব্বর ও গাজী মোঃ সালামের যোগদান কুকুয়া ইউনিয়নে জামায়াতের সংগঠনকে আরও সুসংগঠিত করবে।
Leave a Reply