
মোঃ রাশেদ আল শাহরিয়া
স্টাফ রিপোর্টার
আশুগঞ্জ থানা পুলিশের সাম্প্রতিক সফল অভিযানে উদ্ধার হয়েছে ১২০ কেজি গাঁজা। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে এক মাদক কারবারীকে। শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম দূর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সন্দেহভাজন একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হলে পিকআপের ভেতর লুকিয়ে রাখা ১২০ কেজি গাঁজা উদ্ধার হয়। এ সময় ঘটনাস্থল থেকেই আটক করা হয় মাদক পরিবহনে জড়িত ব্যক্তিকে। উদ্ধারকৃত মাদকসামগ্রী উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয়
নাম: মোঃ সুমন মিয়া (২৮)
পিতা: মোঃ রাশেদ মিয়া
মাতা: আছিয়া বেগম
ঠিকানা: আড়াইবাড়ী (কলেজ পাড়া), কসবা, ব্রাহ্মণবাড়িয়া
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সুমন মিয়ার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা থাকার তথ্য মিলেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply