
মোঃ রাশেদ আল শাহরিয়া (স্টাফ রিপোর্টার)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের অভিযানে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (৮ নভেম্বর ২০২৫) সকাল ৮টা ৫০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বরে চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান আটক করা হয়। পিকআপটি তল্লাশির একপর্যায়ে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই পিকআপসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— ১️ মোঃ ইমরান হোসেন প্রকাশ ইমন (২২), পিতা: মোঃ শাহা আলী, মাতা: মোসাঃ ইসমতারা, গ্রাম: গড় গোবিন্দপুর, থানা: সখিপুর, জেলা: টাঙ্গাইল। ২️মোঃ ইউসুফ (২০), পিতা: মোঃ রফিকুল ইসলাম, মাতা: ফাহিমা বেগম, গ্রাম: গড় গোবিন্দপুর, থানা: সখিপুর, জেলা: টাঙ্গাইল। উদ্ধারকৃত গাঁজা ও পিকআপ ভ্যান উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে থানার ওসি (অফিসার ইনচার্জ) নিশ্চিত করেছেন।
Leave a Reply