ঢাকা জেলায় আশুলিয়া প্রধান শিল্প অঞ্চল এলাকায় এক অসহায় কিশোরী কে দিয়ে (১৩) মিথ্যা মামলায় ফাসানোর জন্য কিছু অসাধু লোকজনের মাধ্যমে চেষ্টা চলছে।
মিথ্যার আশ্রয় নিয়ে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মা বাদি হয়ে বিশিষ্ট্য ব্যবসায়িক মো: কামাল হোসেনসহ দুইজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
এতে এক জন সম্মানিত ব্যক্তিকে সম্মান হানি করা জন্য অনৈক্য কিছু মানুষের অভ্যাসে পরিণত হয়েছে।
এরা তো দেশের জাত শক্র। অপরাধ না করে ও যদি অপরাধী হতে হয় তা হলে এ দেশে সম্মানের আর মূল্য রইল কোথায়।
শুধু তাই নয় মো: কামাল হোসেন আরও বলেন, আমাকে ফাসানোর জন্য তীক্ষ ভিত্তিহীন কিছু লোকেরা অপব্যবহার চালাচ্ছে।
সূত্র জানায়, ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল নং-৯ কোর্টে মামলা করেন। বিশিষ্ট্য ব্যবসায়িক মো: কামাল হোসেনের বিরুদ্ধে সাজানো বানোয়াট মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা।
মামলা নং ১৮৫/২০২১ ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী) (০৩) এর ৯/ (১) ৩০।
মামলা সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকার উত্তরা’র ১১ নং সেক্টরের ১৪ নং রোডে বাড়ি ও বর্তমান ঢাকা জেলার আশুলিয়া থানাধীন (পল্লী বিদ্যুৎ পূর্বপাড়া) ডেন্ডাবর এলাকার শেখ মোহন আলী ও হাসিনা বেগমের ২য় ছেলে মোঃ কামাল হোসেন (৪৮), এবং আশুলিয়ার মোজাম্মেল (চক্রবর্তী) নবীন টেক্সটাইল এর দক্ষিণ পাশ্বের এলাকার মোঃ আব্বাস (৪০) কে নিয়ে ফাসানোর জন্য, ভিকটিমকে একাধিক বার সাজিয়ে মিথ্যা ঘটানাকে কেন্দ্র করে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
ভিকটিম গত ০৫/০১/২০২১ইং তারিখে মো: কামাল হোসেন এর ‘সিনিয়া টেক্স’ পোশাক কারখানায় চাকুরি নিয়া চাকুরি করিতে থাকে।
এ ব্যাপারে আশুলিয়া থানা পুলিশের কাছে জানতে চাইলে পুলিশ জানায়, কামাল হোসেন নামে ধর্ষণ মামলা থানায় হয় নি।
সূত্র জানায়, কামাল হোসেনসহ দুইজনের বিরুদ্ধে ঢাকা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ৯নং কোর্টে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
এই মামলার তদন্তের জন্য পি.বি.আই’কে দায়িত্ব দেওয়া হয়েছে বলে আদালত থেকে জানা গেছে।
Leave a Reply