শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ নদী ভাঙন রোধে দ্রুর্ত ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন। ধোবাউড়ায় ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক জন গ্রেফতার”” জলঢাকায় বিএনপির সম্ভাব্য প্রার্থী সৈয়দ আলীর সাংবাদিকদের সাথে মতবিনিময় গলাচিপায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নির্যাতন, নিন্দার ঝড় চুয়াডাঙ্গা জেলা গড়াইটুপি ইউনিয়নে মাধ্যমিক বিদ্যালয়ে সুধী ও অভিভাবক সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৩ নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি ঝিনাইদহে আলোচিত ব্যবসায়ী তোয়াজ উদ্দিন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার কালীগঞ্জে কলেজ শিবির শাখার উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত ঝিনাইদহের শৈলকুপায় ৪টি সার ডিলারকে জরিমানা! গলাচিপায় লাউগাছের চারা খাওয়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ১

ইসলামী ছাত্রশিবিরের স্বপ্ন হলো বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

কামরুল ইসলাম, জেলা প্রতিনিধি
নীলফামারী:বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২৪ জুলাইয়ের গণ আন্দোলনের পরবর্তী সময় এই বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তোলার জন্য মানুষের সামনে একটি স্বপ্ন তুলে ধরেছে। এই স্বপ্ন হলো বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এই সমাজ ব্যবস্থায় মানুষ সাম্যতা নিয়ে বসবাস করবে। খুন-খারাবি থাকবে না। মানুষের মধ্যে সাম্য প্রতিষ্টা হবে। ন্যায় ও সুবিচার প্রতিষ্টা হবে। ছাত্ররা নৈতিকতার আলোকে সমাজ ব্যবস্থাকে গড়ে তুলবে। ছাত্রদের হাতে আগামী প্রজন্ম নিরাপদ থাকবে। তারা নিজেরা নিজেদেরকে নিরাপদ রাখবে। এই সমাজ ব্যব¯’ার স্বপ্ন নিয়ে আমরা সৎ ও দেশপ্রেমিক নাগরিক তৈরীর জন্য ছাত্রদের মাঝে কাজ করে যা”িছ।
সোমবার ( ১২ এপ্রিল) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার আয়োজনে জলঢাকা আল ফালাহ্ হলরুমে ইসলামী ছাত্রশিবিরের উপশাখা প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন ইসলামী ছাত্রশিবিরকে দীর্ঘ ১৫ বছর কাজ করতে দেয়া হয়নি। সমাজের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সাংবিধানিক অধিকার চাইতে গিয়ে শিবিরের নেতাকর্মীদের জেলে যেতে হয়েছে। তিনি বলেন ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আমাদের জীবনের রক্তগুলোকে দিতে হবে। সময় দিতে হবে,ত্যাগ করতে হবে। ইসলামী ছাত্রশিবির যুবকদের সেইভাবেই গড়ে তোলার জন্য চেষ্টা করে আসছে।
তিনি আরো বলেন বাংলাদেশের জন্য ইসলামী ছাত্রশিবির এখন এক অনিবার্য বাস্তবতা। এই সমাজের মানুষকে তৈরী করার জন্য ভবিৎষ্যত মুসলিম উম্মার কান্ডারী হিসেবে যারা নেতৃত্ব দিতে পারবে এমন দক্ষ ব্যক্তিত্ব তৈরী করার জন্য ইসলাম ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। আল্লাহ প্রদত্ত ও রসুল (সা:) এর প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুন:বিন্যাস সাধন করে এক আল্লাহর সন্তুুষ্টি অর্জন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।

ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার সভাপতি তাজমুল হাসান সাগরের সভাপতিত্বে ও সেক্রেটারী রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারী জনাব, আন্তাজুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নীলফামারী-৩ আসনের জায়ামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, জামায়াতে ইসলামীর জলঢাকা উপজেলা আমীর মোখলেছুর রহমান মাস্টার ,জলঢাকা উপজেলা নায়েবে আমীর মোঃ কামারুজ্জামান,উপজেলা জামায়াতের সেক্রেটারী মোয়াম্মার আল হাসান ও ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি শফিকুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com