
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে যশোর জেলা পুলিশের আয়োজনে আনন্দ উদযাপন অনুষ্ঠান ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম, পুলিশ সুপার, যশোর। অনুষ্ঠানটি’র শুভ উদ্বোধন করেন ড.খ: মহিদ উদ্দিন, বিপিএম(বার), ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, খুলনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য্য, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী নাবিল আহমেদ, মাননীয় সংসদ সদস্য, যশোর-৩, জনাব সাইফুজ্জামান পিকুল, চেয়ারম্যান, জেলা পরিষদ, যশোর এবং জেলা প্রশাসক যশোর এর প্রতিনিধি। উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন জনাব শহিদুল ইসলাম মিলন, সভাপতি, যশোর জেলা আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধা জনাব আলী হোসেন মনি, জনাব মোঃ জহিরুল ইসলাম চাকলাদার, মেয়র, যশোর পৌরসভা। এছাড়াও যশোর জেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান ও সদস্য, আইনজীবি, সাংবাদিক, পরিবহণ মালিক সমিতির সদস্য, কমিউনিটি পুলিশিং সদস্যগন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ স্বতস্পূর্তভাবে এ আনন্দ উদযাপন অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। বক্তাগন ৭ই মার্চের তাৎপর্য এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মাননীয় প্রধান মন্ত্রীর নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এই বিষয়টি তাদের বক্তব্যে তুলে ধরেন।
 
                                                
Leave a Reply