
মোঃ বাবুল ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধান প্রবাসী বিনিয়োগ ও রেমিট্যান্সের সঠিক ব্যবহার— উন্নয়নের নতুন দিগন্তে ময়মনসিংহ ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া বললেন, প্রবাসীদের অর্থ শুধু পরিবার নয়, বদলে দিক দেশের ভবিষ্যৎ আজ শনিবার ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আয়োজিত দিনব্যাপী এক বর্ণাঢ্য কর্মশালা ও চেক বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় “Promoting Diaspora Investment and Optimal Usage of Remittance (15th Revision)” প্রজেক্টের আওতায়, Knowledge Sharing Seminar (Officials/Stakeholders) Component বাস্তবায়নের অংশ হিসেবে। মহানগরের উজ্জ্বল প্রেক্ষাপটে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আশরাফুল করিম, বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে প্রবাসীদের অর্জিত রেমিট্যান্সের যথাযথ ব্যবহারের ওপর জোর দেওয়া হয়। বক্তারা বলেন— রেমিট্যান্স কেবল অর্থ নয়; এটি বাংলাদেশের রক্তস্রোতে মিশে থাকা উন্নয়নের প্রাণশক্তি।ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া তাঁর বক্তৃতায় বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের কষ্টার্জিত অর্থ যেন নিরাপদে বিনিয়োগ ও উৎপাদনমুখী কাজে ব্যবহৃত হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এই লক্ষ্যে দেশব্যাপী কাজ করছে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন,ময়মনসিংহের প্রবাসীরা দেশের গর্ব। আমরা চাই, তাদের পাঠানো অর্থের সুফল যাতে স্থানীয় উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বিনিয়োগ হয়। দিনব্যাপী এই Knowledge Sharing Seminar-এ বক্তারা প্রবাসী কল্যাণ, নিরাপদ অভিবাসন, বিনিয়োগের সুযোগ, ও টেকসই উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শেষে যোগ্য প্রাপকদের মধ্যে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানের পুরো সময় জুড়ে ছিল প্রবাসী উন্নয়ন ভাবনা, তথ্যবহুল উপস্থাপনা এবং ভবিষ্যৎ পরিকল্পনার প্রাণবন্ত আলোচনা।
Leave a Reply