মোহাম্মদ সোহেল আরমানঃ কক্সবাজার শহরের কলাতলীতে এক আবাসিক হোটেল থেকে এক তরুনীর মরদেহ উদ্ধার করেছে কক্সবাজার সদর থানা পুলিশ।
আজ দুপুর ১২টার দিকে রুম বয় বেড পরিষ্কার করতে গেলে তরুনীর মরদেহ ফ্যানের সাথে জুলান্ত আবস্থায় দেখতে পাই।পরে কক্সবাজার সদর পুলিশ কে খবর দেয়।পুলিশ ঘটনা স্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিক তথ্যে জানা যায় তারা কাল এই হোটেলে উঠে।মেয়েটির ঘর হ্নীলা বলে জানা গেছে।এবং ছেলেটির মেয়েটির সাথে যে ছেলেটি ছিল সে ঈদগাহ চৌফলদন্ডী বলে জানা যায়,ছেলেটা পালাতক বলে জানিয়েছে পুলিশ।
বিস্তারিত আসিতেছে…………..
Leave a Reply