সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জনসাধারণের চলাচলের সরকারি রাস্তা জোরপূর্বক ভাবে দখল করে গৃহ নির্মাণের অভিযোগ উঠেছে সরাই হাজীপুর গ্রামের মৃতঃ মহির উদ্দিনের ছেলে মাসুদ মহুরি সহ বেশকিছু লোকের বিরুদ্ধে। নির্মিত ঘরগুলো অপসারণের দাবিতে সম্প্রতি এলাকাবাসী ও তাদের পক্ষে থেকে ০৫ নং চান্দাইকোনা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ ইউনুস আলী খান ০৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ খাঁন ১ জুন ২০২২ সালে উপজেলা (ভূমি) নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, চান্দাইকোনা ইউনিয়নের সরাই হাজিপুর গ্রামের থানা রোড থেকে রায়গঞ্জ খেয়া ঘাট পর্যন্ত দীর্ঘ এক কিলোমিটার রাস্তা পাকা করন এর কাজ শুরু হয় ২০২২ সালের ১৩ জুলাই মাসে। কিন্তু ৭০ ফুট লম্বা ও ২০ ফুট চওড়া করে সরকারি জায়গা দখল করে বাড়ি নির্মাণে করেন মৃতঃ মহির উদ্দিন মহুরি যার ফলে এই ৭০ ফিড রাস্তার কাজ বন্ধ হয়ে আছে।জনসাধারণসহ যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধির কাছে একাধিকবার গেলে আলোচনা কথা হলেও সরকারি রাস্তা ছেড়ে দেয়নি দখলদার মৃতঃ মহির উদ্দিন মহুরির বড় ছেলে মাসুদ মহরি ও তার দলবল। অভিযোগে বলা হয়,দখলদার মহির উদ্দিন মহুরি ঘর নির্মাণের ফলে ব্যক্তি মালিকানা জায়গার ওপর দিয়ে জনসাধারণের চলাচলের কথা চিন্তা করে মোঃ ইউনুস আলী খাঁন এর পিতা মৃতঃ আজম খাঁন গং সহ তাদের পরিবার সাময়িক ভাবে রাস্তা জন্য জায়গা করে দেন।যার ফলে সাধারণ মানুষ নির্বিঘ্নে যাতাযাত করেন। কিন্তু রাস্তাটি হেয়ারিং বোম হওয়ার সময় সরকারি রাস্তা থাকা সত্ত্বেও জোরপূর্বক করে মালিকানা সম্পত্তির উপর দিয়ে রাস্তা করেন স্থানীয় চেয়ারম্যান এবং জনসাধারণের সামনে চেয়ারম্যান আব্দুল হান্নান খাঁন বলেন যখন রাস্তাটি পাকা করণ হবে তখন মালিকানা জায়গা ছেড়ে দিয়ে সরকারি জায়গা দিয়ে রাস্তা করা হবে বলে কথা দেন। অভিযোগের ভিত্তিতে ১৫ জুন উপজেলা ভূমি সহকারী অফিসার এর নির্দেশে সার্ভেয়ার জাকির হোসেন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের ০৯ নং ওর্য়াড মেম্বার মোঃ শরিফুল ইসলাম শরিফ সহ এলাকার জনসাধারণ মিলে রাস্তাটির সীমানা নির্ধারণ নির্মাণ করেন। তবে একটি সূত্র জানিয়েছে, স্থানীয় চেয়ারম্যানসহ প্রভাবশালী নেতারা মোটা অর্থের বিনিময়ে ইন্ধন যোগাচ্ছে। বর্তমানে রাস্তাটি দিয়ে পায়ে হেঁটে চলাচল করাও দুষ্কর হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে স্থানীয়রা। অবিলম্বে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সড়কটি উন্মুক্ত করতে স্থানীয় প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন তারা।
Leave a Reply