মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৭ নম্বর রায়গ্রাম ইউনিয়নের খামার মুন্দিয়া গ্রামে অবস্থিত গাজেম আলী দাখিল মাদ্রাসা থেকে চুরি হয়েছে শিক্ষা কার্যক্রমে ব্যবহৃত মূল্যবান ব্যাটারি।
জানা গেছে, গত ২৪ জুলাই (২০২৫) রাতে মাদ্রাসা ভবনে সংরক্ষিত চারটি ব্যাটারির মধ্যে তিনটি চুরি হয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।
মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানে বর্তমানে ১৭ জন শিক্ষক ও কর্মচারী কর্মরত এবং ৩০৮ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে বিদ্যুৎ বিভ্রাটের সময় ব্যাটারিগুলো ব্যবহার করা হতো।
চুরির শিকার ব্যাটারিগুলো ভবনের ভেতরে একটি নির্ধারিত কক্ষে রাখা ছিল, যা টিনের গেট ও তালা দিয়ে সুরক্ষিত ছিল। আশ্চর্যের বিষয়, চুরির পরও তালা ভাঙার কোনো চিহ্ন পাওয়া যায়নি। এতে ধারণা করা হচ্ছে, মাদ্রাসারই কোনো ব্যক্তি অভ্যন্তরীণভাবে এ চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন।
এ বিষয়ে মাদ্রাসার বর্তমান সুপার মোহাম্মদ রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, “দাবি করা হচ্ছে দপ্তর সহকারী মোহাম্মদ সোহেল রানা, নাইট গার্ড আব্দুর রাজ্জাক ও পরিচ্ছন্ন কর্মী মেহেরিন নেসার কাছে বিষয়টি স্পষ্ট নয়। তাদের কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা চলছে।”
অত্র মাদ্রাসার সাবেক সুপার মাওলানা সিরাজুল ইসলাম বলেন, “আমি শুনেছি ব্যাটারিগুলো চুরি হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি মনে করি প্রশাসনকে সম্পৃক্ত করে তদন্ত করা উচিত।”
এলাকাবাসীর অভিযোগ, সুপারের গাফিলতির কারণেই এই চুরির ঘটনা ঘটেছে। তারা মনে করছেন, অফিসের কারো না কারো সহায়তা ছাড়া এ ধরনের চুরি সম্ভব নয়। স্থানীয়দের দাবি, অবিলম্বে চুরি তদন্ত করে দোষীদের চিহ্নিত ও চুরি যাওয়া ব্যাটারিগুলো উদ্ধার করতে হবে।
Leave a Reply