মোঃ আজগার আলী, স্টাফ রিপোর্টার সাতক্ষীরা:
সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়ায় দুইটি বেকারী কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১০ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।
এসময় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা ও জেলা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিল।
তদারকির সময় আরিফ বেকারী ও ইমা ফুডস বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকর উপাদান ব্যবহার করে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় প্রতিটি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply