কুয়াকাটা পৌরসভার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের সহধর্মিনী মহিয়সী নারী শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মবাষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৫টায় কুয়াকাটা পৌরসভা মিলনায়তনে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। কুয়াকাটা পৌরসভার সচিব মোঃ হুমায়ূন কবিরের সভপতিত্বে আলোচনা
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার। অন্যান্যদের
মধ্যে বক্তব্য রাখেন,পৌর কাউন্সিলর মনির শরীফ , পৌর শ্রমিক লীগ সভাপতি মোঃ আব্বাস কাজী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শাহ আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগ নেতা মোঃ ইসাহাক হাওলাদার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার বলেন, বঙ্গবন্ধু জন্ম না হলে আমরা আজ স্বাধীন রাস্ট পেতাম না। বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। আজ আমরা বাঙ্গালী জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াতে পারছি। ভাংলা ভাষায় কথা বলতে পারছি। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কারাঘরে আটকে থাকাকালীন বঙ্গবন্ধুর সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেছা মুজিব নেতাকর্মিদের সাহস যুগিয়েছেন। বাংলার মানুষকে উজ্জিবিত করেছে। যার অনুপ্রেরণায় বঙ্গবন্ধু এগিয়ে নিয়ে গেছে এদেশকে। এদেশের মানুষকে। আলোচনা সভার সঞ্চালনা করেন কাউন্সিলর তৈয়বুর রহমান। দোয়া মোনাজাত পরিচানা করেন মাওলানা রফিকুল ইসলাম সরোয়ারী। ###
ইলিয়াস শেখ বিশেষ প্রতিনিধি মাতমজগত।
০৮-০৮-২০২১
Leave a Reply