শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ নদী ভাঙন রোধে দ্রুর্ত ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন। ধোবাউড়ায় ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক জন গ্রেফতার”” জলঢাকায় বিএনপির সম্ভাব্য প্রার্থী সৈয়দ আলীর সাংবাদিকদের সাথে মতবিনিময় গলাচিপায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নির্যাতন, নিন্দার ঝড় চুয়াডাঙ্গা জেলা গড়াইটুপি ইউনিয়নে মাধ্যমিক বিদ্যালয়ে সুধী ও অভিভাবক সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৩ নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি ঝিনাইদহে আলোচিত ব্যবসায়ী তোয়াজ উদ্দিন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার কালীগঞ্জে কলেজ শিবির শাখার উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত ঝিনাইদহের শৈলকুপায় ৪টি সার ডিলারকে জরিমানা! গলাচিপায় লাউগাছের চারা খাওয়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ১

ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না – আমিনুল হক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১০৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন – বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি শুধু এদেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করে। আজ রবিবার বিকেলে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর মোহাম্মদপুর থানা বনাম শেরে বাংলা নগর থানার উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে নয় মাস হয়েছে, তবে ১৭ বছর মানুষের ক্ষুন্ন হওয়া ভোটের অধিকার এখনো ফিরে পায়নি এদেশের সাধারণ মানুষ। অন্তবর্তী কালীন সরকারের কাছে বারবার নির্বাচন চাইলেও এখনো তারা নির্বাচন দিচ্ছে না। নির্বাচন দাবী করার ফলে কেউ কেউ বলছে বিএনপি ক্ষমতার জন্য নির্বাচন চায়। তাদেরকে বলবো বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয়, এদেশের সাধারন মানুষের জন্য রাজনীতি করে বিএনপি।

নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক আরো বলেন – দীর্ঘ ১৭ বছর এদেশের মানুষ নিজের ভোট দিতে পারে না। যার ফলে সবাই সম্মিলিতভাবে স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে হটিয়েছে। এদেশের মানুষ নির্বাচন চায়, মানুষ ভোট চায়। তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়।

গত ১৭ বছরের আওয়ামী দুঃশাসনের চিত্র তুলে ধরে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ১৭ বছরে স্বৈরাচার সরকার বাংলাদেশের মানুষের উপরে যেভাবে জুলুম অত্যাচার নির্যাতন চালিয়েছে। সেই স্বৈরাচারের রাজনীতি করার কোন অধিকার বাংলাদেশে নেই। বাংলাদেশে এই স্বৈরাচারের বিরুদ্ধে কঠোর ভাবে রুখে দাঁড়াতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, মোঃ আকতার হোসেন, আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মোঃ শাহ আলম, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, জাহেদ পারভেজ চৌধুরী, শামীম পারভেজ, হাফিজুর রহমান শুভ্র, হাজী নাসির উদ্দীন, এমএস আহমাদ আলী, তাসলিমা রিতা, মিরপুর থানা বিএনপি আহবায়ক হাজী আব্দুল মতিন, সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু, তুরাগ থানা বিএনপি যুগ্ম আহবায়ক মোঃ চান মিয়া, মোহাম্মদপুর থানা বিএনপি যুগ্ম আহবায়ক মীর মোঃ কামাল হোসেন, গুলশান থানা বিএনপি যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, উত্তরা পশ্চিম থানা বিএনপি যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন শিশির, আদাবর থানা বিএনপি যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন সরকার, তুরাগ থানা বিএনপি আহবায়ক কমিটি সদস্য আবদুল আলী, মোঃপুর থানা ৩৩ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি ওসমান গনি সেন্টু,
বিমানবন্দর থানা বিএনপি আহবায়ক মনির ভূইয়া, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন তারেক, শেরে বাংলা নগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ তোফায়েল আহমেদ প্রমুখ।

এরআগে দুপুরে রাজধানীর মিরপুর ১১ নম্বরস্হ মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আমিনুল হক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com