
খন্দকার জলিল, জেলা ব্যুরো প্রধান, পটুয়াখালী
পটুয়াখালীর গলাচিপা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতের নতুন আইনজীবী প্রতিনিধি হিসেবে মো. রাইসুল ইসলাম জাহিদকে মনোনীত করা হয়েছে। সম্প্রতি পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির ১৮ নভেম্বর অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই দায়িত্বে নির্বাচিত করা হয়।
এর আগে ২০২৫ সালের জন্য এই দায়িত্ব পালন করছিলেন অ্যাডভোকেট মো. মোকলেছুর রহমান। গত ১৭ অক্টোবর তার আকস্মিক মৃত্যুর পর পদটি শূন্য হয়ে যায়। এরপর সিনিয়র আইনজীবী রাইসুল ইসলাম জাহিদের নাম সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।
আজ বুধবার (২৬ নভেম্বর) এক অনাড়ম্বর অনুষ্ঠানে মো. রাইসুল ইসলাম জাহিদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি গলাচিপা আদালত প্রাঙ্গনের আইনশৃঙ্খলা ও পরিবেশ উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, “গলাচিপা আদালত এলাকায় বর্তমানে দালাল চক্রের আনাগোনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। আমি আদালত প্রাঙ্গনকে সম্পূর্ণ দালালমুক্ত করতে চাই। পাশাপাশি সকল প্রকার অনিয়ম দূর করে আদালতের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা প্রতিশ্রুতি দিয়েছেন। আদালতের মর্যাদা রক্ষা করতে যা প্রয়োজন, সবই করা হবে।”
রাইসুল ইসলাম জাহিদের দায়িত্ব গ্রহণে আদালত সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকে আশা প্রকাশ করেছেন তার নেতৃত্বে আদালত এবং আইনজীবীদের মধ্যে শৃঙ্খলা ও সেবার মান আরও উন্নত হবে।
Leave a Reply