খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূরের উপস্থিতিতে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় গলাচিপা পৌর মঞ্চে আয়োজিত এ সভায় উপজেলা ও পৌর এলাকার সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকা মুখর হয়ে ওঠে।
দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে আসতে শুরু করেন। একপর্যায়ে পৌর মঞ্চ কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং চারপাশের রাস্তা জুড়ে সৃষ্টি হয় জনস্রোত।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান মাষ্টার। সভা সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুর রহমান (সোয়েব মাষ্টার), মো. মেহেব বুল্লাহ এনিম যুগ্ম আহ্বায়ক যুব অধিকার পরিষদ পটুয়াখালী, মো. লিটন মাতুব্বর আহ্বায়ক গলাচিপা পৌর শাখা। এছাড়া আরও উপস্থিত ছিলেন মো. জাকির হোসেন মুন্সী সদস্য সচিব গলাচিপা উপজেলা শাখা, মো. আনিসুর রহমান দফাদার যুগ্ম আহবায়ক পটুয়াখালী জেলা শাখা, মো. রেজাউল হাওলাদার সদস্য সচিব গলাচিপা পৌর শাখা, মো. আব্দুল আলিম আহ্বায়ক আমখোলা ইউনিয়ন, মো. ফজলুল হক আহ্বায়ক গোলখালী ইউনিয়ন, মো. ফারুক খলিফা আহ্বায়ক গলাচিপা সদর ইউনিয়ন, মো. দুধা মিয়া আহবায়ক পানপট্টি ইউনিয়ন, গাজী আব্দুল হাই আহ্বায়ক ডাকুয়া ইউনিয়ন, মো. আতাউর রহমান আহবায়ক রতনদী তালতলী ইউনিয়ন, মো. বশির উদ্দিন আহবায়ক চিকনিকান্দি ইউনিয়ন, মো. দেলোয়ার হোসেন আহবায়ক গজালিয়া ইউনিয়ন, মো. ফোরকান মিয়া আহবায়ক কলাগাছিয়া ইউনিয়ন, মো. জুয়েল মাষ্টার আহবায়ক বকুল বাড়ীয়া ইউনিয়ন, মো. রাসেল আহম্মেদ সভাপতি যুব অধিকার পরিষদ গলাচিপা উপজেলা, মো. আমির হোসেন সভাপতি শ্রমিক অধিকার পরিষদ গলাচিপা উপজেলা, মো. আরিফ বিল্লাল সভাপতি ছাত্র অধিকার পরিষদ গলাচিপা উপজেলা, মো. জাহাঙ্গীর হোসেন যুগ্ম আহবায়ক গলাচিপা উপজেলা,
মো. হারুন অর রশিদ আহবায়ক যুব অধিকার পরিষদ গলাচিপা পৌর শাখা। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
সভায় কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করে বলেন, “গলাচিপা-দশমিনার জনগণ যদি নূরুল হক নূরকে এমপি বানান আমরা তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিব।”
প্রধান অতিথি নুরুল হক নূর তার বক্তব্যে বলেন, “আমরা শুধু ভোটের রাজনীতি করি না, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করি। কোটা আন্দোলন থেকে গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি আন্দোলনে আমরা দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য লড়েছি। ২৪ জুলাইয়ের আন্দোলনে ছাত্র-জনতা জীবন বাজি রেখে রাস্তায় নেমেছিল এতে এটাই প্রমাণ করে, এই দেশের মানুষ আর অন্যায়ের কাছে মাথা নত করবে না।”
তিনি আরও বলেন, “আমি ব্যক্তিগত সুবিধা বা ক্ষমতার লোভে রাজনীতি করি না। দেশের নিপীড়িত, নির্যাতিত ও প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং গলাচিপা-দশমিনা উপজেলাকে আধুনিক ও উন্নত মডেল উপজেলায় রূপান্তর করাই আমার অঙ্গীকার।”
নুরুল হক নূর অভিযোগ করে বলেন, “২৯ আগস্ট আমাকে হত্যার উদ্দেশ্যে পুলিশ ও সেনাবাহিনী আক্রমণ করেছিল। তবুও আমি পিছিয়ে যাইনি, কারণ আমি জানি এই দেশের মানুষ আমাকে ভালোবাসে এবং ন্যায়ের পথে আমার পাশে আছে। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাকে সেই সময়ে দেখতে এসেছিলেন—তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”
তিনি আরও যোগ করেন, “আমি গলাচিপা-দশমিনা সংসদীয় আসনের সন্তান। আগামী জাতীয় নির্বাচনে ট্রাক প্রতীক নিয়ে এই আসন থেকে প্রার্থী হয়ে জনগণের আস্থা অর্জন করতে চাই। জনগণের ভালোবাসাই আমার মূল শক্তি।”
সভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ নূরুল হক নূরের বক্তব্যে উচ্ছ্বসিত হয়ে হাততালি ও স্লোগানে সভাস্থল মুখরিত করে তোলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, ঢোলের তালে তালে স্লোগান এবং পরিবর্তনের প্রত্যাশায় ভরপুর উদ্দীপনা।
Leave a Reply