খন্দকার জলিল – স্টাফ রিপোর্টার :
পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মিজানুর রহমান এর বিরুদ্ধে ঘুষ, দূর্নীতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তাকে গলাচিপা থেকে অপসারণের দাবিতে সাধারন জনতা একাধিকবার আন্দোলন করেন। বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষের দৃষ্টিতে আসলে তাকে অন্যত্র বদলী করা হয়।
গত বৃহস্পতিবার (০৮মে) মো মাহমুদুল হাসান উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে গলাচিপা যোগদান করেন।
নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা মো মাহমুদুল হাসান বুধবার (১৪মে) গলাচিপা উপজেলায় নিয়োজিত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন। এতে উপস্থিত সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন বিষয়ের মতামত গ্রহন করেন। অত:পর তিনি তার বক্তব্যের প্রথমেই সাংবাদিকদের ধৈর্য ধারন করার জন্য ধন্যবাদ জানান। এরপর বলেন আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী জনগণের সেবক। জনস্বার্থকে প্রধান্য দেওয়াই আমাদের মূল কাজ। আপনারা যে মতামত প্রদান করেছেন সেগুলো সব বাস্তবায়ন করা সম্ভব। স্থানীয় নাগরিক যারা রয়েছেন তাদের সাথে নিয়ে পরবর্তী কার্যক্রমগুলো এগিয়ে নিতে চাই। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন সমাজে আপনাদের ভূমিকা অপরিসীম। আমাদের কোন কাজে ত্রুটি থাকলে আপনারা সেগুলো ধরিয়ে দিতে সহযোগিতা করে থাকেন। অপরদিকে আমাদের ভালো কাজগুলো আপনারা সকলের মাঝে তুলে ধরেন। পরিশেষে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
Leave a Reply