খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের পশ্চিম আটখালী গ্রামের ৬নং ওয়ার্ডে অসহায় হারিচা বেগম ও তার বৃদ্ধ মাকে বসতবাড়ি থেকে উৎখাতের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় প্রভাবশালী মৃত খালেক মোল্লার দুই পুত্র সাইফুল মোল্লা (৩৫) ও মানিক মোল্লা (৫৫) দীর্ঘদিন ধরে এ অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।
জানা যায়, স্বামী নুরু সিকদার দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে গেলে হারিচা বেগম দুই কন্যা ও দুই পুত্র সন্তান নিয়ে মৃত পিতার বাড়িতে বসবাস শুরু করেন। কিন্তু পাশের বাড়ির সাইফুল মোল্লা তার বসতঘরের সামনেই একটি লেট্রিন নির্মাণ করে, ফলে দুর্গন্ধে হারিচার ঘরে বসবাস করা কষ্টকর হয়ে পড়ে। এ ব্যাপারে এলাকার গন্যমান্য ব্যক্তিদের জানালেও সমাধান কোন সমাধান মিলেনি।
হারিচা সহ্য করতে না পেরে অতিষ্ঠ হয়ে সাইফুলকে লেট্রিন সরাতে বললে তর্ক বির্তকের এক পর্যায়ে সাইফুল মোল্লা তাকে বেধড়ক মারধর করার ফলে হারিচা গলাচিপা উপজেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে বলে জানা যায়।
ঘটনাস্থলে এক মাস আগে সাংবাদিকরা গেলে সাইফুল মোল্লা বাড়ি থেকে কৌশলে পালিয়ে যায়। ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি। এ বিষয়ে মানিক মোল্লা সাংবাদিকদের জানান, “এখানে লেট্রিন বসানো ঠিক হয়নি। আমি নিষেধ করেছিলাম কিন্তু আমার ছোট ভাই আমার কথা শোনেনি। কয়েকদিন সময় দিন, আমি সরানোর ব্যবস্থা করব।” তবে পরবর্তীতে তিনি জানান, “আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু সাইফুল কোনো কথা শোনে না।”
স্থানীয় ইউপি চেয়ারম্যান এলাকায় না থাকায় তার সাথে যোগাযোগ সম্ভব হয়নি। ভুক্তভোগী হারিচা বেগম দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply