
খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপায় আজ মঙ্গলবার ৫ আগস্ট সকাল ১১টায় পৌরসভার উদয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে পালিত হয় স্বৈরাচার পতনের এক বছর পূর্তি।
এ উপলক্ষে আয়োজিত হয় এক বর্ণাঢ্য র্যালি ও জনসমাবেশ, যেখানে হাজারো নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
র্যালিটি উদয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। পথে পথে সাধারণ জনগণ ও স্থানীয় ব্যবসায়ীরা র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের শুভেচ্ছা জানায়।
এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা ও পটুয়াখালী-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হাসান মামুন। উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খানসহ উপজেলা, পৌর, ইউনিয়ন পর্যায়ের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
র্যালিতে বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, জেলে দলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
পৌরসভা চৌরাস্তার মোড়ে এক সংক্ষিপ্ত সভা হলেও তার তাৎপর্যপূর্ণ বক্তব্যে প্রধান অতিথি হাসান মামুন বলেন, আজ থেকে এক বছর আগে আমরা যেই স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে রাস্তায় নেমে ছিলাম সেই চেতনা এখনও আমাদের হৃদয়ে জাগ্রত। গণতন্ত্র, আইনের শাসন, মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার রক্ষায় বিএনপি বদ্ধপরিকর। স্বৈরাচারের পতনের এই দিনটি শুধুমাত্র একটি তারিখ নয়, এটি একটি প্রতিক, একটি প্রতিজ্ঞা, যে প্রতিজ্ঞা আমাদের পথ দেখায়। তিনি আরও বলেন বর্তমান সরকারের অধীনে এই দেশে কোন গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার নেই। তাই আমাদের আন্দোলন শুধু কোনো দলের পক্ষে নয়। এটি দেশের সাধারন মানুষের অধিকার রক্ষার লড়াই। আমাদের লক্ষ্য কেবল একটি নির্বাচনী বিজয় নয় বরং একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা। এ জন্য দরকার ঐক্য, সাহস ও সংগ্রামী চেতনার সমন্বয়। আমি বিশ্বাস করি গলাচিপার মাটি থেকে সেই বিজয়ের সূচনা হবেই।
স্বৈরাচার পতনের এক বছর পূর্তিতে আয়োজিত আজকের এই কর্মসূচি ছিল শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিক সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এটি প্রমাণ করে, বিএনপি এখন আগের চেয়েও অনেক বেশি সুসংগঠিত, জনসম্পৃক্ত এবং গণআন্দোলনের জন্য প্রস্তুত।
Leave a Reply