গাইবান্ধা প্রতিনিধি মোঃ শিমুল মিয়া
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আন্তজেলা ইজিবাইক ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া সদর থানার বেরুলিয়া ইউনিয়নের উত্তর বিদুপাড়া গ্রামের ও গাবতলী উপজেলার টায়ারপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মালেকের ছেলে আব্দুল মান্নান (৩৫) এবং গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর কালিতলা গ্রামের সলেমানের ছেলে শাহারুল শেখ ওরফে রাহুল (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৫টার দিকে তালুকানুপুর ইউনিয়ন থেকে গোবিন্দগঞ্জ মৎস্য আড়তে যাওয়ার পথে জুমারঘর এলাকায় ওত পেতে থাকা ছিনতাইকারীরা এক ইজিবাইক চালককে মারধর করে, ভয়ভীতি দেখিয়ে হাত-পা বেঁধে সড়কের পাশে ফেলে রেখে ইজিবাইক ছিনিয়ে নেয়। প্রায় ২০ মিনিট পর চালকের ডাক-চিৎকার শুনে পথচারীরা তাকে উদ্ধার করেন। পরে তিনি অন্য একটি অটোরিকশায় করে গোবিন্দগঞ্জ থানায় গিয়ে ঘটনাটি জানান।
সংবাদ পেয়ে থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ইজিবাইকটি একটি পিকাপে তোলার অপেক্ষায় থাকা অবস্থায় হাতেনাতে ওই দুই ছিনতাইকারীকে আটক করে। পুলিশ ঘটনাস্থল থেকে ইজিবাইকটিও উদ্ধার করে।
এলাকাবাসীর দাবি, এই আন্তজেলা ছিনতাই চক্রটি প্রতি রাতে ২-৩টি গ্রুপে বিভক্ত হয়ে ছিনতাই ও চুরির পর পিকাপে করে মালামাল পরিবহন করে থাকে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মান্নানের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি এবং শাহারুলের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। তাদেরকে হাতেনাতে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply