আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :
গাজীপুরের শ্রীপুরে চলামান সন্ত্রাস, নৈরাজ্য ও বিএনপির নামে বিভিন্ন অপপ্রচারের প্রতিবাদে মিছিল ও পথসভা করেছে বিএনপির নেতা কর্মীরা।
শনিবার ১২ জুলাই বিকেল সাড়ে ৫টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শ্রীপুর চৌরাস্তা এলাকা থেকে মাছিলটি শুরু হয়ে রেলগেইট বিএনপি অফিসে এসে সংক্ষিপ্ত পথসভা মধ্যদিয়ে শেষ হয়।
উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব এর সভাপত্বিতে ও সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রী বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক মো: হুমায়ূন কবির
সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারী,সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংঘঠনের নেতৃবৃন্দ।
এসময় ডা: বাচ্চু বলেন, বিএনপির বিরুদ্ধে দেশী বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র চলচ্ছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা এদেশের জনগন করবে এবং আগামীতে তারেক জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক সরকার গঠন করবে ইনশাআল্লাহ।
Leave a Reply