শিরোনাম :
সংবাদ প্রকাশের পর দূর্গাপুরে ভুয়া আল আকশা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ গণতন্ত্র বনাম রাজনীতি: সংকটে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া রাজশাহীতে বহিষ্কৃত ডিবি হাসানের সহযোগীদের চার্জশিটে অন্তর্ভুক্তির দাবি লালন কণ্ঠ ফরিদা পারভীনের মৃত্যুতে জাতির শোক কালীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা ভোলায় জলসিড়ি সাহিত্য আসরের চতুর্থ আড্ডা অনুষ্ঠিত । মনপুরায় জেলেকে মারধর, বিচার না পেয়ে বিষপান করে আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়া ডিবি কর্তৃক ৯০ বোতল স্কফ সিরাপ ও ০১টি মোটরসাইকেল উদ্ধারসহ ০২ জন মাদক কারবারী গ্রেফতার। ব্রাহ্মণবাড়িয়া ডিবি কর্তৃক ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক কারবারী গ্রেফতার। ব্রাহ্মণবাড়িয়ায় ৪০ বোতল দেশী চোলাই মদ সহ ২ জন গ্রেফতার।

চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ কর্তৃক পর্নাগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় করায় ০৩ জন অসাধু কম্পিউটার ব্যবসায়ী আটক।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৮১২ বার পঠিত

স্টাফ রিপোর্টার, সেলিম রেজাঃ-  সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‍্যাব-৫, রাজশাহীর একটি অপারশন দল অদ্য ১৩ মার্চ ২০২২ ইং তারিখ ১৯:৩০ ঘটিকা হইত ২১:০০ ঘটিকা গোয়েন্দা তথ্যর ভিত্তিত চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ঝিলিম ইউনিয়নর আমনুরা বাজার অভিযান পরিচালনা করে অসাধু কম্পিউটার ব্যবসায়ী পর্নাগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজর শিক্ষার্থীদের নিকট হস্তান্তরৎকরায় (ক) কম্পিউটার মনিটর-০৩টি, (খ) সিপিইউ-০৩টি, (গ) কী-বার্ড- ০৩টি, (ঘ) মাউস- ০৩টি, (ঙ) হার্ডডিক্স -০৪টি, (চ) কম্পিউটার ক্যাবল-০৮টি সহ আসামী ১। মাঃ সাঈম ইসলাম (২৩), পিতা-মাঃ জামাল উদ্দিন, মাতা-মাছাঃ নুরজাহান বগম, সাং-আমনুরা ঝিলিম বাজার, ২। মাঃ আব্দুল আলিম (৩৩), পিতা-মাঃ তকিব আলী, মাতা-মাছাঃ নাজমা বগম, সাং-আমনুরা দরগা পাড়া, এবং ৩। মাঃ জহুরুল হক জুয়ল (৩২),পিতা-মাঃ আলমাস উদ্দিন, মাতা-মাছাঃ ফনী বগম, সাং-আমনুরা কলানী পাড়া, সর্ব ইউপি-ঝিলিম, থানা ও জলা-চাঁপাইনবাবগঞ্জ সদর কে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানা যায় য, তারা জব্দকৃত আলামত পর্নাগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট দীর্ঘদিন ধর হস্তা হস্তান্তর করে আসছে বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে চাঁপাইনববাগঞ্জ জলার সদর থানায় ২০১২ সালের পর্নাগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com