চাটখিল পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে ১৬ই মার্চ বাদ আছর উপজেলা চেয়ারম্যান এর কার্যালয়ে নব নির্বাচিত মেয়র সহ সকল পুরুষ ও মহিলা কাউন্সিলরদের হাতে সম্মাননা স্বারক তুলে দেন চাটখিল পৌরসভা আওয়ামী লীগের দায়িত্বশীলবৃন্দ।
চাটখিল পৌরসভা আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান লিটনের সভাপতিত্বে এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন তপদারের সঞ্চালনায় অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে পৌরসভার আওয়ামী লীগের এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। নব নির্বাচিত মেয়র নিজাম উদ্দিন ভিপি তার বক্তব্যে বলেন, আজকের এই সংবর্ধনায় আমি অত্যন্ত আনন্দিত এতো সুন্দর আয়োজন দেখে, পৌরসভার মেয়র ইতিহাসে গত ২৭ বছরে দৃষ্টি নন্দিত কোন কাজ আমার চোঁখে পড়েনি, বিশেষ করে ময়লা ফেলার কোন নির্দিষ্ট জায়গার ব্যবস্থা নেই ফলে পৌর সহরে ময়লা আবর্জনায় ভরা, আমি শুধু আওয়ামী লীগের মেয়র নয় সবার মেয়র সুতরাং আমাকে সবাই সহযোগিতা করলে ইনশাআল্লাহ আমি চাটখিল পৌরসভায় পরিবর্তন আনতে পারবো। এবং সবাই আমাকে পৌর অফিসে গিয়ে পরামর্শ দেওয়ার আহবান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,
চাটখিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজি শাহীন সহ কাউন্সিল ওমর ফারুক, মুজিব রহমান নাটু, নজির আহম্মেদ, মোরশেদ আলম, মো: সুমন, নওশাদুল করিম প্রমুখ।
Leave a Reply