এস কে ইয়াছিন সিনিয়র স্টাফ রিপোর্টার মাতৃ জগত পত্রিকা
চুয়াডাঙ্গা জেলার গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে এক বর্ণাঢ্য সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী (এডিসি) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি)। মুস্তাফিজুর রহমান
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সু-শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিবার ও বিদ্যালয়ের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সম্ভব।
অতিথিবৃন্দ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের চারিত্রিক গঠন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে ছাত্রছাত্রীদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন অতিথিরা।
Leave a Reply