শিরোনাম :
আমতলীতে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ফরিদ উদ্দিন মাতুব্বর ও গাজী মোঃ সালাম ব্রাহ্মণবাড়িয়া ডিবি কর্তৃক ১০ কেজি গাঁজা ও ০১টি অটোরিক্সা সহ ০৩ জন মাদক কারবারী গ্রেফতার। দাউদকান্দিতে বেগম রহিমারোশন মাদরাসায় অভিভাবক কাউন্সেলিং। সাবেক এমপি মোস্তফা কামাল পাশার উদ্যেগে সন্দ্বীপে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত। বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে ৬২ বস্তা অবৈধভাবে মজুদ করা সরকারি সার জব্দ করেছে পুলিশ ও কৃষি বিভাগ গলাচিপা নির্বাহী আদালতের পেশকার আবু জাফর এর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে আদালত বর্জন ঘোষনা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিএনপির অঙ্গীকার: আনোয়ারুজ্জামান আনোয়ার সংবাদ প্রকাশের পর দূর্গাপুরে ভুয়া আল আকশা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ গণতন্ত্র বনাম রাজনীতি: সংকটে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া রাজশাহীতে বহিষ্কৃত ডিবি হাসানের সহযোগীদের চার্জশিটে অন্তর্ভুক্তির দাবি

ছাতকে মা-মেয়ের বিরুদ্ধে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৩১৪ বার পঠিত

ছাতকে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত একটি পরিবারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে গ্রামবাসী। পরিবারের মা-মেয়ের বিরুদ্ধে অসামজিক অভিযোগ এনে আইনী ব্যবস্থা নিতে গ্রামবাসী স্বাক্ষরিত একটি আবেদন সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে দেয়া হয়েছে। গ্রামে দেহ ব্যবসার প্রতিবাদে মা মনোয়ারা বেগম ও মেয়ে সেমা আক্তারের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলনে এসব অপকর্ম তুলে ধরা হয়। গতকাল শুক্রবার বিকেলে ছাতক প্রেসক্লাবে গ্রামবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার নোয়ারাই ইউনিয়নের বেতুরা-আছদনগর গ্রামের বাসিন্দা আলকাছ আলী। লিখিত বক্তব্যে অভিযোগ করে বলা হয়, বেতুরা গ্রামের আমিন মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম ও তার মেয়ে সেমা আক্তার গ্রামে মিনি পতিতালয় গড়ে তুলেছে। এতে গ্রামের যুব ও ছাত্র সমাজ মারাত্মক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। প্রতিদিনই বহিরাগত মানুষ তাদের ঘরে আসছে যৌন পিপাসা মেটাতে। তারা ইমো ও ওয়াটসআপের মাধ্যমেও তাদের অশ্লীল দেখিয়ে অবৈধ অর্থ উপার্জনে জড়িয়ে পড়ে। বর্তমানে তাদের মা-মেয়ের উলঙ্গ ছবি যুব সমাজের হাতে-হাতে পৌছে গেছে। তাদের অপকর্মে কেউ প্রতিবাদী হলে তাকে নারী নির্যাতন ও ধর্ষনের চেষ্টা মামলায় ফাঁসিয়ে দেয়ারও হুমকি দিয়ে থাকে। যৌন ব্যবসা বে-পড়–য়া ভাবে চলতে থাকলে গ্রামের মুরুব্বী, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম এর তীব্র প্রতিবাদ করে এসব অপকর্ম বন্ধ করার পরামর্শ দেন তাদের। এতে ক্ষীপ্ত হয়ে মা মানোয়ার বেগম ও মেয়ে সেমা আক্তার ৭০ উর্ধ্ব আব্দুর রহিম ও তার চার ছেলের বিরুদ্ধে ছাতক থানায় ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করে। এ মিথ্যা ও সাজানো মামলায় আব্দুর রহিম বর্তমানে জেল হাজতে রয়েছেন। এতেও ক্ষান্ত হয়নি তারা। গ্রামের এরকম প্রবীন ও গন্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে তারা অশালিন মন্তব্য প্রচার করে যাচ্ছে। তাদের অসামজিক কর্মকান্ডে গ্রামের মানুষ অতিষ্ট ও ক্ষব্ধ হয়ে উঠেছেন। মামলার তদন্তকারী কর্মর্কর্তার পক্ষপাতমুলক ও রহস্যজনক আচরনে গ্রামের মানুষ মর্মাহত ও ও ক্ষব্ধ হয়েছেন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে। মা-মেয়ের মিনি পতিতালয় উচ্ছদসহ তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি দাবী জানান সংবাদ সম্মেলনে উপস্থিত গ্রামবাসী। পাশাপাশি আওয়ামীলীগ নেতা আব্দুর রহিমকে নিঃশর্ত মুক্তি ও তাদের বিরুদ্ধে মিত্যা মামলা প্রতাহারের দাবী জানান। সংবাদ সম্মেলনে গ্রামের আব্দুল মতলিব, সমছু মিয়া, মাসুক মিয়া সহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com