
মোঃ রাশেদ আল শাহরিয়া (স্টাফ রিপোর্টার)
বৃহস্পতিবার (৬ নভেম্বর): ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসন থেকে বিএনপির মনোনয়নপ্রাপ্ত সাবেক সচিব, বিশ্ব ব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক ও সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মুশফিকুর রহমান আজ সকালে তার নিজ এলাকা আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ গ্রামে যান। সেখানে তিনি মহান আল্লাহর সন্তুষ্টি কামনায় মাওলানা আব্দুল খালেক (রহ.)-এর মাজার এবং নিজ পিতা-মাতার কবর জিয়ারত করেন। কবর জিয়ারতের সময় তিনি দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং অগ্রগতির জন্য বিশেষ দোয়া প্রার্থনা করেন। পরবর্তীতে তিনি একই ইউনিয়নের ভাটামাথা গ্রামে নবনির্মিত একটি মসজিদ ও মাদ্রাসা উদ্বোধন করেন। উদ্বোধন শেষে উপস্থিত গ্রামবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন— “আমি এই এলাকার সন্তান হিসেবে সবসময় মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই। ধর্মীয় শিক্ষার প্রসার এবং নৈতিক সমাজ গঠনে মাদ্রাসা মসজিদ ও মাদ্রাসার ভূমিকা অপরিসীম।” উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply