শিরোনাম :
অবশেষে নীলফামারীতেই হচ্ছে চীন সরকারের এক হাজার শয্যার হাসপাতাল দারোয়ানী টেক্সটাইল মাঠে ২৫ একর জায়গার উপর নির্মিত হচ্ছে এই হাসপাতাল রাঙ্গাবালীতে লাইসেন্সবিহীন ৩৮ টির বেশি করাতকল( স্ব-মিল)বন বিভাগ নিরব ভুমিকায়। ট্রেনের টিকিটসহ ৩ জন কালোবাজারী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪/কেজি গাঁজা উদ্ধার। নীলফামারী – ২ আসনে বিএনপি’র প্রার্থী সাইফুল্লাহ রুবেল ঢাকা-১৪, ১৫ ও ১৬ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীদের প্রতি এলাকাবাসীর শুভেচ্ছা ও সংবর্ধনা চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান চুয়াডাঙ্গা-১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন গলাচিপা-দশমিনায় হাসান মামুন এর নাম প্রার্থী তালিকায় না থাকায় ক্ষোভের ঝড় চুয়াডাঙ্গা জেলা বিএনপি সভাপতি মাহমুদ হাসান খান বাবু চুয়াডাঙ্গা-২ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁওবাসীর ভালোবাসায় ধানের শীষ প্রতীক পেলেন আজহারুল ইসলাম মান্নান

জামালপুরের মেলান্দহে বেপরোয়া গতিতে চলছে মাহিন্দ্রা ট্রার্ক্টর চালদের নেই ড্রাইভিং লাসেন্স-

কামরুজ্জামান কানুঃ
  • আপডেট টাইম : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৩৫৮ বার পঠিত

                                      জামালপুরের মেলান্দহ উপজেলার বিভিন্ন মহল্লার রাস্তা রোড পারমিট ছাড়াই বেপরোয়া গতিতে  চলাচল করছে শত শত ট্রাক্টর। প্রশাসনকে তোয়াক্কা না করে অনুমোদনহীন ড্রাইভিং লাইসেন্স নেই  অদক্ষ ট্রাক্টরের চালকদের চলাচলে অতিষ্ঠ জনসাধারণ। প্রতিনিয়তই দূর্ঘটনা হচ্ছে নিয়ম-নীতির তোয়াক্কা না করে বেপরোয়াভাবে চলাচলের কারণে যে কোনো সময় ঝরতে পারে প্রাণ, আবারো ঝড়েছেও অনেক প্রাণ । এ পর্যন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে অসংখ্য মানুষ বাচ্চাও নিহত হয়েছেন, আহত হয়েছে অনেকে। এসব ট্রাক্টরের বেপরোয়া গতিতে চলাচলের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ফলে অকালে ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ। কাউকে আবার সারা জীবনের মত  পঙ্গুত্ব বরন করতে হচ্ছে।
অদক্ষ চালকদের বেপরোয়া গতির ট্রাক্টর প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে আইনের তোয়াক্কা না করে প্রতিনিয়ত অবাধে চলাচল করছে। কিন্তু চোখের সামনে অবৈধ এই যানের অবাধ চলাচল দেখেও পদক্ষেপ গ্রহণ করছে না সংশ্লিষ্ট কতৃপক্ষ। ফলে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে এলাকাবাসীর জনমনের মধ্যে।

উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কগুলোতে ট্রাক্টরের বেপরোয়া চলাচলে আতংকে রয়েছে পথচারীসহ স্থানীয় বাসীন্দারা।এমনকি গ্রামীণ সড়কগুলো ক্ষত-বিক্ষত হয়ে খানা-খন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। সর্বত্র পরিবেশ দূষণ ঘটছে, রাস্তার পাশের বাড়ী-ঘর ধুলোয় ধুসর, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন যাত্রা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানায়, অদক্ষ চালক ও বৈধ কোনো কাগজপত্র (রোডপারমিট) ছাড়াই ট্রাক্টরগুলো সড়কে চলাচলের ফলে প্রায়ই নানা দুর্ঘটনা ঘটছে। বেপরোয়া গতির এসব ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বিগত কয়েক বছরে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে।

তারা আরো জানান, ট্রাক্টর চলাচলে সৃষ্ট ধুলাবলির কারণে চরম অসুবিধায় চলা ফেরা করতে হচ্ছে। বিশেষ করে খোলা অবস্থায় বালু বহনের ফলে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে বলে জানান তারা।(চলমান চলবে)

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com