ঝালকাঠিতে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১।
ঝালকাঠি জেলা প্রশাসন এ উপলক্ষে ১০দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছেন। তারই ধারাবাহিকতায় ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কেক কাটা, সকল মসজীদ মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত/প্রার্থনা, হাসপাতাল, জেলখানা ও সরকারী শিশু সদনে উন্নত খাবার পরিবেশন, বিভিন্ন সরকারী, আধা- সরকারী, স্বায়ত্বশাসিত এবং বেসরকারী ভবনসমূহে আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
এসব কর্মসূচিতে জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) এসএম ফরিদ উদ্দিন, এনডিসি আহমেদ হাছান, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, বাবু তরুন কর্মকার, প্রশাসনের উর্দ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার শতশত মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া দিবসটি উপলক্ষে জেলা আওয়ামীলীগ দিনব্যাপী আরও নানা কর্মসূচির আয়োজন করেছে।
“জেলা প্রশাসক মো: জোহর আলী বলেন, বাঙালি জাতিকে স্বাধীন করার আজীবন স্বপ্ন লালন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। সকল প্রকিবন্ধকতা ও ভয়কে জয় করে বাঙালিকে দিয়েছেন মুক্তির আনন্দ। বাঙালি জাতির সেই প্রাণ পুরুষ, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এঁর আজ জন্ম শতবার্ষিকী।”
এছাড়াও জেলা পুলিশ বিভাগের আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালিত হয়। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অপরাধ) মো: হাবিবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মো: ছোয়াইব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমুর দে, অতিরিক্ত পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো: সাখায়াত হোসেন, ঝালকাঠি সদর থানার ও গোয়েন্দা পুলিশ বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply