মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
নিহতদের মধ্যে ভ্যান চালকের পরিচয় পাওয়া গেছে। তার নাম নজরুল ইসলাম (৬৫)। তিনি সদর উপজেলার নগর বাথান গ্রামের নিজামুদ্দিনের ছেলে। দুর্ঘটনায় নিহত শিশুটির পরিচয় মেলেনি।
ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, বৃহস্পতিবার বেলা দুইটার দিকে একটি যাত্রীবাহী ভ্যান হলিধানি বাজার থেকে নগরবাথান বাজার ফিরছিল। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় এক শিশু ও হাসপাতালে ভর্তি করার পর নজরুল ইসলাম নামে এক বৃদ্ধ মারা যান।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ আড়াইশ বেড হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার কথা স্বীকার করেছেন
Leave a Reply