
মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ
ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী প্রফেসর মতিয়ার রহমানের গণসংযোগে জনতার স্রোত নেমেছে। ভালোবাসা আর ভ্রাতৃত্বের বন্ধনে একাত্ম সেই জনসমুদ্র যেন প্রমাণ করে দিয়েছে নেতা ও জনগণের এই মেলবন্ধনই আসল রাজনীতির শক্তি, এটাই আশার আলো, এক নতুন সূর্যের অপেক্ষা। বৃহস্পতিবার দিনভর মহেশপুর ও কোটচাঁদপুরের বিভিন্ন ইউনিয়ন, বাজার ও গ্রামীণ এলাকায় গণসংযোগে অংশ নেন প্রফেসর মতিয়ার রহমান। সর্বস্তরের মানুষ শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী ও প্রবীণ নাগরিক নেতাকে বরণ করে নেন আন্তরিক ভালোবাসায়। কেউ হাতে ফুল, কেউ শ্লোগানে, কেউবা আলিঙ্গনে জানায় তাদের অকৃত্রিম সমর্থন। প্রফেসর মতিয়ার রহমান বলেন, “ভালোবাসা ও ভ্রাতৃত্বের এই দৃশ্যই আমাদের রাজনীতির আসল চেহারা। নেতা আর জনতা একই হৃদয়ের স্পন্দন, একই স্বপ্নের যাত্রা। ন্যায়ের পথে, জনগণের ভালোবাসায় আমরা এগিয়ে চলেছি। রাজনীতি মানে মানুষকে ভালোবাসা, সেবা করা, ন্যায় প্রতিষ্ঠা করা।” তিনি আরো বলেন, দেশের উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে তিনি সর্বদা জনগণের পাশে থাকতে চান। সাধারণ মানুষের মুখে হাসি ফিরিয়ে আনাই হবে তাঁর রাজনীতির মূল লক্ষ্য। গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় জনতা জানান, প্রফেসর মতিয়ার রহমানের বিনয়, সততা ও জনকল্যাণমূলক চিন্তাভাবনা তাঁদের মুগ্ধ করেছে। তাঁরা মনে করেন, “এমন নেতারাই পারে এলাকার উন্নয়ন ও শান্তির রাজনীতি প্রতিষ্ঠা করতে।” মহেশপুর ও কোটচাঁদপুরের জনপদে এখন একটাই আলোচনা জনগণের ভালোবাসায় ঘেরা এক নিবেদিতপ্রাণ নেতার শান্ত, কিন্তু দৃঢ় পদচারণা।
Leave a Reply